ভালোবাসা জিনিসটা কেমন?
যুদ্ধের মতো, শুরু এবং শেষ (বিয়ে) করা সহজ, মাঝখানের সময়টা শুধু যা একটু কঠিন।
ভালোবাসাকে অন্ধ বলা হয় কেন?
প্রথম প্রথম ভালোবাসার মানুষটির দোষত্রুটি দেখেও না দেখার ভান করা হয় তো, তাই।
ভালোবাসার মূল্য কত?
নির্ভর করছে কে কাকে ভালোবাসছে, তার ওপর।
ভালোবাসতে বাসতে…?
ফতুর করে দেব (চায়নিজ, সিনেমা হল আছে কী করতে?)।
ভালোবাসতে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন?
ইদানীং একটা মোবাইল ফোন হলেই চলে।
ভাইয়া, লাভ না লোকসান?
একজনের লাভ, অন্যজনের লোকসান!
বাবা কেন বোঝে না, বয়স কি আর থেমে আছে?
বোঝে বলেই তো চুপচাপ আছে! সন্তানকে বিপদে ফেলতে চায় কোন বাবা!!
Add to favorites 0
Leave a Reply