ডাক্তার: কী সমস্যা আপনার?
রোগী: ডাক্তার সাহেব, আমি সহজে কিছু মনে করতে পারি না। আমার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে।
ডাক্তার: আপনার বয়স কত?
রোগী দীর্ঘক্ষণ আঙুলের কর গুনলেন। মুঠোফোন বের করে ক্যালকুলেটরে কী যেন হিসাব কষলেন, তারপর বললেন, ‘২২ বছর’।
ডাক্তার: আপনার উচ্চতা কত?
রোগী ব্যাগ থেকে দৈর্ঘ্য মাপার ফিতা বের করলেন, নিজের উচ্চতা মেপে বললেন, ‘৫ ফুট ৫ ইঞ্চি’।
ডাক্তার: আপনার নাম কী?
রোগী চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। বিড়বিড় করে দুলে দুলে কী যেন গান গাইলেন, তারপর হেসে বললেন, ‘দুঃখিত, নামটা মনে করে নিলাম। আমার নাম শফিক’।
ডাক্তার: ভালো। কিন্তু নিজের নাম মনে করার জন্য কিছুক্ষণ আগে আপনি কী করছিলেন?
রোগী: আমার জন্মদিনে বন্ধুরা যে গানটা গেয়েছিল, সেটা মনে করার চেষ্টা করছিলাম।
ডাক্তার: কোন গান?
রোগী: হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার শফিক।
Add to favorites 0
« পূর্ববর্তী:
« নিজেকে মুরগি মনে হয়
« নিজেকে মুরগি মনে হয়
পরবর্তী: »
নুডিস্ট কলোনির ঠিকানা »
নুডিস্ট কলোনির ঠিকানা »
মজা লেগেছে
একটি লোক দুপুর বেলা রিক্সায় চরে যাচ্ছে,তার বন্ধু তাকে বলল তুমি কোথায় যাও? সে বলল মরনিং ওয়ার্কে ।তার বন্ধু বলল তাহলে দুপুরে কেন? সে বলল আরে বন্ধু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই রিক্সায় চরে যাচ্ছি
যা হয়েছে তা মন্ধের ভাল
good
ঐখানে ডাক্তার ছিলাম আমি এবং রোগী ছিলেন আপনি; তাই নয় কী? মনে করে দেখুন”
আপনার জোকটা খুব ভাল লেগেছে, ধন্যবাদ।
Khub balo jokes
vry interesting………….. vry fun
Really interesting
lol
good