ট্রেন থেকে নেমেই বমি করে দিলেন একজন। স্টেশনের প্রহরী ছুটে এসে জিজ্ঞেস করলেন, কী হয়েছে আপনার?
কী আর হবে, ট্রেনের যেদিকে ইঞ্জিন সেদিকে পিঠ দিয়ে বসে ভ্রমণ করলেই আমার এমন হয়! বলেই আরেকবার হরহর বমি করে দিলেন তিনি।
সামনের আসনের কারও সঙ্গে পাল্টাপাল্টি করে বসলেই তো পারতেন। কী করে পাল্টাব, সামনের আসনে যে কেউই ছিল না!
Add to favorites 0
Leave a Reply