বিহারীলাল চট্টোপাধ্যায় বিশিষ্ট বাঙালি কবি ও গীতিকার। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে নিজ কাব্যগুরু মানতেন। তিনি ১৮৩৫ খ্রিষ্টাব্দের ২১শে মে (৮ঐ জ্যৈষ্ঠ, ১২৪২ বঙ্গাব্দ) কলকাতার জোড়বাগান অঞ্চলে জন্মগ্রহণ করেন। এঁদের কৌলিক উপাধি ছিল চট্টোপাধ্যায়। কবির প্রপিতামহ হালি শহরের জনৈক সুবর্ণ বণিকের কাছ থেকে দান গ্রহণ করা পতিত হন। কবির পিতা দীননাথ চক্রবর্তী যাজ্যক্রিয়া করতেন। এঁর দুটি সন্তানের অকাল মৃত্যুর পর বিহারীলালের জন্ম হয়। চার বৎসর বয়সে তাঁর মাতৃবিয়োগ হয়। নবকৃষ্ণ ঘোষের বিবরণী (ফেব্রুয়ারি ১৯০০) থেকে জানা যায় দশ থেকে পনের বৎসর পর্যন্ত ইনি কলকাতার জেনারেল এসেমব্লিজ ইনষ্টিট্যুশন (বর্তমানে স্কটিশ চার্চ কলেজ) -এর ছাত্র ছিলেন এবং সংস্কৃত কলেজে আনুমানিক ৩ বৎসর অধ্যয়ন করেছিলেন।