প্রবীর ঘোষ (জন্ম ১ মার্চ,১৯৪৫) কলকাতাভিত্তিক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রধান এবং হিউম্যানিস্ট এসোসিয়েশনের সভাপতি। তিনি যুক্তিবাদ প্রসার সহায়ক ও অলৌকিকতা বিরোধী একাধিক গ্রন্থের লেখক। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আছেঃ অলৌকিক নয় লৌকিক( ৫ খন্ডে সমাপ্ত), জ্যোতিষীর কফিনে শেষ পেরেক,সংস্কৃতিঃ সংঘর্ষ ও বিনির্মাণ, আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না,পিংকি ও অলৌকিক বাবা, অলৌকিক রহস্য জালে পিংকি, ধর্ম-সেবা-সম্মোহন ইত্যাদি। বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে প্রবীর ঘোষ যে কোন ধরণের অলৌকিক শক্তির অধিকারের প্রমাণ প্রদানকারীকে ৫০০০০ ডলার প্রদানের ঘোষণা দিয়েছেন। তিনি বেশকিছু জ্যোতিষবিদ ও অলৌকিক শক্তি অধিকারী বলে দাবি কৃত ব্যক্তিদের প্রচারণার অসারতা প্রমাণ করেছেন।যার মধ্যকার কয়েকটি ঘটনা নিয়ে চ্যানেল ফোর ‘Guru Busters’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেছে। (উইকি)