প্রফুল্ল রায় – একজন ভারতীয় বাঙালি লেখক। তাঁর প্রথম উপন্যাস ‘পূর্ব পার্বতী’ (১৯৫৭)। উপন্যাস রচনার জন্য তিনি সারা জীবন অনেক পুরস্কার পেয়েছেন। ‘সিন্ধুপারের পাখি’র জন্য ১৯৫৮ তে পেয়েছেন পুরস্কার, ‘ক্রান্তিকাল’ এর জন্য ২০০৩ এ অকাদেমি পুরস্কার। জন্ম : ১১ ই সেপ্টেম্বর, ১৯৩৪, আটপাড়া গ্রাম, বিক্রমপুর, ঢাকা, বাংলাদেশ।