ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় (জন্ম ৩০ অক্টোবর, ১৯৫৮) ভারতীয় বাঙালি সাহিত্যিক। কিশোরদের জনপ্রিয় বিজ্ঞানী গোয়েন্দা চরিত্র ‘জগুমামা’র স্রষ্টা, মূলত রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাসমূলক সাহিত্যের জন্য পরিচিত। বই লেখার পাশাপাশি প্রচুর সম্পাদনার কাজ করেছেন তিনি।