জরাসন্ধ চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম। লৌহকপাট লেখার আগে চারুচন্দ্র স্বনামে অনেকগুলি কিশোর পাঠ্য গ্রন্থ রচনা করেন। সেজন্য ‘লৌহকপাট’ গ্রন্থের প্রকাশকালে জরাসন্ধই যে চারুচন্দ্র চক্রবর্তী অনেকে বুঝতে পারেন নি। পূর্ববঙ্গের ফরিদপুর জেলার একটি গ্রামে ১৯০২ সালের ২৩ শে মার্চ চারুচন্দ্রের জন্ম। বাল্য-কালে কলকাতায় এসে হেয়ার-স্কুলে পড়াশুনো করেন। ১৯২৬ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে এম. এ. পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন। পরে বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কারা-বিভাগের সরকারী পদে নিযুক্ত হন। কারাবিভাগে কর্মরত অবস্থায় জেল বন্দীদের জীবন প্রত্যক্ষ করার সুযোগ পান। এই অভিজ্ঞতার ফলেই জেলবন্দী নরনারীদের নিয়ে লৌহকপাট প্রভৃতি উপন্যাস রচনায় প্রবৃত্ত হন। এছাড়াও অন্যতর উপন্যাস, ছোটোগল্প এবং পূর্বোল্লিখিত কিশোর পাঠ্য রচনাতেও তাঁর লেখনীর বলিষ্ঠ স্বাক্ষর আছে। জরাসন্ধ ছদ্মনামে লিখিত লৌহ-কপাট ১ম খন্ড প্রকাশিত হয় ১৯৫২ সালে। আলিপুর সেন্ট্রাল জেলের সুপারিনটেন্ডেন্ট থাকা-কালীন তিনি অবসর গ্রহণ করেন। ১৯৮১ সালের ২৫ শে মে চারুচন্দ্র পরলোকগমন করেন।