চণ্ডীদাস। (বানানভেদে- চণ্ডিদাস।) বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের কবি। সময়কাল আনুমানিক ১৩৭০-১৪৩৩ খ্রীঃ । কবির আসল নাম অনন্ত, কৌলিক উপাধি বড়ু, গুরুপ্রদত্ত নাম চণ্ডীদাস। বড়ু অন্যান্য চণ্ডীদাসদের তুলনায় প্রাচীনতম ও প্রাকচৈতন্য যুগের। তাঁর রচিত বিখ্যাত কাব্য শ্রীকৃষ্ণকীর্তন মধ্যয়ুগীয় বাংলা কবিতার অন্যতম নিদশন।
চণ্ডীদাস নামে একাধিক কবির নাম পাওয়া যায়–বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস ও চণ্ডীদাস।চারটি নাম একজনের নাকি তাঁরা পৃথক কবি তা নিশ্চিত করে আজও বলা যাচ্ছে না। এই অভূতপূর্ব সমস্যা বাংলা সাহিত্যে চণ্ডীদাস-সমস্যা নামে পরিচিত।
চারটি নামের সব রচনা আমরা আমরা এখানে একটি নামের ক্যাটাগরিতেই রাখব।