• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • সব বই
  • লেখক
  • সিরিজ
  • বইয়ের ধরণ
  • Login/Register
  • My Account →
  • সব বই
  • লেখক
  • সিরিজ
  • বইয়ের ধরণ
  • Login/Register
  • My Account →
  • বাংলা ডিকশনারি
  • বাংলা কৌতুক
  • বাংলা লিরিক্স
  • বাংলা রেসিপি
  • হেলথ টিপস এন্ড নিউজ

বাংলা নতুন/পুরাতন বইয়ের পিডিএফ ডাউনলোড/সন্ধান করতে আমাদের বাংলা পিফিএফ সাইটে ক্লিক করুন।

Bangla PDF

জ্ঞানদাস – রমণীমোহন মল্লিক

লাইব্রেরি » রমণীমোহন মল্লিক » জ্ঞানদাস – রমণীমোহন মল্লিক

জ্ঞানদাস – রমণীমোহন মল্লিক

অসম্পূর্ণ বই

বিজ্ঞাপন

জ্ঞানদাসের কবিতা এবং জীবনী আজ প্ৰকাশিত হইল। পদ কাল্পতরু, পদকল্প লতিকা, গীতচিন্তামণি, পদামুত সমুদ্র, গীতিরত্নাবলী, ক্ষণদা প্রভৃতি গ্রন্থে ২০৯টি পদ প্রকাশিত হইয়াছিল। পদসমুদ্র, লীলাসমূদ্র, পদার্ণব সারাবলী, গীতকল্পতরু এবং আরও ৩৪ খানি বহু প্ৰাচীন হস্ত লিখিত গ্ৰন্থ হইতে আরও ১০০টি অপ্ৰকাশিত পদ সংগ্ৰহ করিয়াছি। আমি যত্ন ও পরিশ্রম করিতে ক্ৰটি করি নাই, বৈষ্ণবজগতে ইহা আদরণীয় হইলে আমি চরিতার্থ হইব। আমার শারীরিক অসুস্থত হেতু এবং তীর্থের কাৰ্য্যে ব্যস্ততা প্রযুক্ত গ্রুফ দেখা ভাল হয় নাই সেই জন্য বিস্তর ভুল রহিয়া গিয়াছে।  অনেক স্থলে ছাপার ভুলে অর্থ প্ৰমাদও ঘটিয়াছে। ভরসা করি পাঠক মহোদয়গণ আমাকে তজ্জন্য ক্ষমা করিবেন। নিবেদন ইতি।

শ্ৰী রমণীমোহন মল্লিক, মেহেরপুর, ৫ আশ্বিন ১৩০২

জ্ঞানদাসের জীবনী

প্ৰাচীন বৈষ্ণব কবিদিগের পদাবলী কতক কতক প্ৰকাশিত হইয়াছে বটে কিন্তু তাঁহাদিগের জীবনী আদৌ হয় নাই। বড়ই পরিতাপের বিষয় যে প্ৰাচীন বৈষ্ণব কবিদিগের জীবনী সংগ্ৰহ করিবার নিমিত্ত বহুল ক্লেশ স্বীকার করা অনেক সময় বৃথা হইয় পড়ে। ভক্তিরত্নাকর গ্রন্থে ভক্তদিগের জীবনী যাহার পর নাই সংক্ষেপে বৰ্ণিত হইয়াছে।

বাঁকুড়া জেলার অন্তর্গত কোতুলপুর নামক যে একটী গণ্ডগ্ৰাম আছে সেখানে কয়েক ঘর গোস্বামী বাস করেন, তাঁহাত্মা মঙ্গল ঠাকুরের বংশ। গোস্বামী প্ৰভুদের মুখে জ্ঞানদাসের জীবনী কিয়ৎ পরিমাণে জানিতে পারা कित्रु দুঃখের বিষয় তাহাতে আকাঙ্ক্ষা না মিটিয়া হৃদয়ে ক্লেশ উপস্থিত হয়। ভক্তিরত্নাকর গ্ৰন্থ ভিন্ন; অন্য কোন প্ৰামাণিক গ্রন্থে জ্ঞানদাসের জীবনী পাওয়া যায় না। শ্রীচৈতন্য-চরিতামৃতের আদি খণ্ডের একাদশ অধ্যায়ে জ্ঞানদাসের নাম ব্যক্ত রহিয়াছে দেখিতে পাওয়া যায়।

“পীতাম্বর আচাৰ্য্য, শ্ৰীদাস দামোদর।
শঙ্কর, মুকুন্দ, জ্ঞানদাস, মনোহর ॥”

জেলা বীরভূমের অন্তর্গত ইন্দ্ৰাণী নামে যে দেশ আছে, যে দেশে মহাভারত রচয়িত মহাত্মা কাশীরাম দাস বাস করিতেন, যে স্থানের ৪ ক্রোশ পূর্বে একচত্ৰু নগর যেখানে শ্ৰীশ্ৰীহারাই পণ্ডিতের আলয়ে শ্ৰীনিত্যানন্দ মহাপ্ৰভু জন্ম গ্ৰহণ করিয়াছিলেন সেই নগরের পশ্চিমে দুই ক্রোশ দূরে কাঁদড়া গ্রামে বিপ্ৰ কুলে মঙ্গল বংশে জ্ঞানদাস জন্ম গ্রহণ করিয়াছিলেন। ভক্তিরত্নাকর গ্রন্থে তাহার প্রমাণ পাওয়া যায় :-

“রাঢ় দেশে কাদড়া গ্রামেতে নাম হয়।
তথায় বসতি জ্ঞানদাসের আলয়।।”

বৰ্দ্ধমান ও বীরভূমে অদ্যাপি “মঙ্গল ব্রাহ্মণ” নামে এক সম্প্রদায় ব্রাহ্মণ বাস করেন। জ্ঞানদাস মঙ্গল বংশে জন্ম গ্রহণ করিয়াছিলেন বলিয়া তাহাকে কেহ মঙ্গল ঠাকুর কেহ শ্ৰীমঙ্গল এবং কেহবা মদন মঙ্গল বলিয়া সম্বোধন করিতেন। জ্ঞানদাস শ্ৰীনিত্যানন্দ মহাপ্রভুর শাখাভূক্ত।

জ্ঞানদাস শ্ৰীনিত্যানন্দ পত্নী শ্ৰীজাহ্নবা দেবীর নিকট মন্ত্র গ্ৰহণ করিয়া বৈরাগ্য ধৰ্ম্ম গ্ৰহণ করেন। তাঁহার জ্ঞাতি বৰ্গও শ্ৰীজাহ্নবা দেবীর নিকট মন্ত্র গ্ৰহণ করিয়া গোস্বামী পদে অভিহিত হইয়াছিলেন। কাঁদড়ায় জ্ঞানদাসের মঠ আদ্যাপি বিদ্যমান রহিয়াছে। প্রতি বৎসর পৌষ পূৰ্ণিমায় সেখানে জ্ঞানদাসের দিবসিক উপলক্ষ মহোৎসব হয় এবং তিন দিন মেলা হয়।

হুগলী জেলার অধীন বদনগঞ্জে বাবা আউল মনোহর দাস নামক এক জন পরম ভক্ত ছিলেন। তিনি প্ৰায় তিন শত বৎসর জীবিত ছিলেন। সারাবলী গ্রন্থে প্রমাণ পাওয়া যায় :–

“আদি নাম মনোহর, চৈতন্য নাম শেষ।
আউলিয়া হইয়া বুলে, স্বদেশ বিদেশ ৷”

মনোহর দাস একজন সুবিখ্যাত কবি ও পণ্ডিত ছিলেন। তিনি অনেক বৈষ্ণব গ্রন্থ সংগ্ৰহ করিয়াছিলেন। তাহার গ্রন্থ সকল বদনগঞ্জ নিবাসী মহাপ্ৰভু শ্ৰীনিত্যানন্দের পরিকর উদ্ধারণ দত্তের বংশাবতংস শ্ৰীযুক্ত হারাধন দত্ত ভক্তি নিধি মহাশয়ের পুস্তকাগারে শোভা পাইতেছে। নিৰ্য্যাসতত্ত্ব এবং পদ সমুদ্র বাবা মনোহর দাসের সংগৃহীত। পদসমুদ্র গ্ৰন্থখানি অদ্যাপি মুদ্রিত হয় নাই। ইহাতে ১৫০০০ পদ আছে।

বাবা আউল কোন কুলে কোন স্থানে জন্ম গ্ৰহণ করিয়াছিলেন তাহা জানিতে পারা যায় না। তিনি সখীভাবে শ্ৰী রাধাকৃষ্ণের ভজন সাধন করিতেন। তিনি ঘাঘরা পরিতেন, কাঁচলি বক্ষে আঁটিতেন, সীঁথায় সিন্দুর পরিতেন। নিজে পদ রচনা করিয়া আক্ষেপ করিয়া মুরলীকে সম্বোধন করিয়া বলিতেন :

“শ্যামের মুরলী, হৃদয় খুবলী, করিলি সকল নাশ।
… … … …
যাহার যে রীতি, না ছাড়ে কখন, কহে মনোহর দাস।।”
–পদ সমুদ্র ১৪০৪৩

অদ্যপি বদনগঞ্জে বাবা আউলের সমাধি আছে।

মনোহর দাস জ্ঞানদাসের বন্ধু ছিলেন। উভয়ে সৰ্ব্বদা একত্রে থাকিতেন। উভয়েই শ্ৰীজাহ্নবার শিষ্য ছিলেন। কোন স্থানে আহবান হইলে উভয়েই একত্রে গমন করিতেন। খেতুরীর মহোৎসবে উভয়েই একত্রে গমন করিয়াছিলেন।

“শ্রীল রঘুপতি, উপাধ্যায় মহিধর।
মুরারী, মুকুন্দ, জ্ঞানদাস, মনোহর।।”
–“নরোত্তম বিলাস।”

খেতুরী হইতে শ্ৰীজাহ্নবা দেবীর সহিত জ্ঞানদাস শ্ৰীবৃন্দাবনে গমন করিয়া ছিলেন এবং শ্ৰীজীব গোস্বামী তথায় ইঁহাদিগকে অভ্যর্থনা করিয়াছিলেন।

জ্ঞানদাস দার পরিগ্রহ করেন নাই। তাঁহার পিতা মাতার নাম জানিতে পারা যায় না। তাঁহার জন্ম এবং মৃত্যুর সন তারিখও পাওয়া যায় না। ১৬০০ শকে বাবা আউল মনোহর গুপ্ত হন। সুতরাং তাহার পূৰ্ব্বে জ্ঞানদাস। জীবিত ছিলেন স্থির করিয়া লইতে হইবে। গোবিন্দ দাস জ্ঞানদাসের পরবর্তী কবি।

মহাত্মা জ্ঞানদাস একজন সুবিখ্যাত পদ কৰ্ত্ত। বিদ্যাপতি এবং চণ্ডীদাসের পদ অপেক্ষা ইহার রচিত পদগুলি নিকৃষ্ট নহে। ইনি বিদ্যাপতি এবং চণ্ডীদাসের রচিত পদগুলির ভাব গ্রহণ করিয়া তাহার অনুকরণে অপূৰ্ব্ব পদ রচনা করিয়াছেন। জ্ঞানদাসের পদ গুলি যেমন সুন্দর তেমনি হৃদয়গ্ৰাহী। পদগুলি পড়িলেই বুঝিতে পারা যায় তিনি একজন পণ্ডিত ও সুরসিক ছিলেন। ইনি অনেক গুলি প্রশ্নদূতীকা পদ রচনা করিয়া গিয়াছেন। আজকাল এ ভাবের পদ রচনা বড়ই বিরল। জ্ঞানদাস যে একজন শ্রেষ্ঠ কবি ছিলেন তাহার কোনই সন্দেহ নাই।

জ্ঞানদাসের ষোড়শ গোপাল রূপ বর্ণনা অতি চমৎকার। বৈষ্ণব জগতে জ্ঞানদাসই প্ৰথম এই ষোড়শ গোপাল রূপ বৰ্ণনা করিয়াছেন। মুরলী শিক্ষার পদের তুলনা নাই। যত বার পাঠ করা যায় তত বার ঐ গুলি নুতন বলিয়া বোধ হয়। প্রবাস এবং মাথুর বর্ণনে জ্ঞানদাস বড়ই নৈপুন্য প্ৰকাশ করিয়াছেন। জ্ঞানদাস অনেক অনুরোগের পদ রচনা করিয়াছেন। বলিতে গেলে জ্ঞানদাস প্ৰায় সকল রসের পদই রচনা করিয়াছেন।

জ্ঞানদাসের রচিত পদ সম্বন্ধে সন ১৩০০ সালের ভাদ্র মাসের জন্মভূমিতে যাহা লিখিত হইয়াছে তাহার কতকাংশ নিম্নে উদ্ধৃত করিলাম–

“ভাষার মধুরতায়, রসের গাঢ়তায় ও ভাবের উচ্ছাসে বৈষ্ণব-কবিমণ্ডলীতে জ্ঞানদাসের আসন অতি উচ্চে। নাচিতে নাচিতে কথা গুলি বাহির হইয়া প্ৰাণ পুলকিত করিয়া তুলে। বৈষ্ণব কবিগণ অনেকেই সখীভাব সাধন করিয়াছিলেন। তাঁহারা আত্মহারা হইয়া সখীর মত, দশ দশায় শ্ৰীমতীর সেবা করিতেন, তাঁহাদের রচনায় সে জন্য একটা জীবন্ত ভাব দৃষ্ট হয়; সেরূপ আত্মহারা হইয়া এক একটী ভাবে না ডুবিলে কেহ সে ভাবের প্রাগাঢ়তা বুঝিতে পারে না, বুঝাইতেও পারে না। ভক্তি, বিনয় ও পাণ্ডিত্যে জ্ঞানদাস চৌষট্টী মোহান্তের একজন হইয়াছিলেন।”

শ্ৰীবিষ্ণুপ্রিয়া পত্রিকার চতুর্থ বর্ষের পঞ্চদশ সংখ্যায় যাহা প্ৰকাশিত হইয়াছে তাহার কতকাংশ এই–

জ্ঞানদাস পদ্য রচনায় যে রূপ রসিক নাগর ও গুণের সাগর ছিলেন তাহাতে তাঁহার পক্ষে মঙ্গল কি মনোহর উপাধি অতি সামান্য কথা। … জ্ঞানের কৃত পদ পদাবলীর অর্থ বড়ই গম্ভীর। ভাব অতি চমৎকার, ভক্তগণ বহু চিন্তা করিয়া লিখিয়া প্ৰকাশ করিতেন পদগুলি ঠিক প্ৰহেলিকার ধরণে। … ভাষা এমন সরল ও সুখ পাঠ্য যেন হীরার ধার। এখনকার কবিগণ আকাশ পাতাল ভাবিয়া সুকোমল ভাষায় পদ রচনা করিতে পারেন না।”

শ্রদ্ধাস্পদ শ্ৰীযুক্ত হারাধন দত্ত ভক্তিনিধি, মহাশয় পদসমুদ্র বাছিয়া অপ্ৰকাশিত পদ সকল আমাকে দয়া করিয়া দিয়াছেন। তাঁহারই কৃপায় আজি জ্ঞানদাস ঠাকুরের পদ সকল প্ৰকাশিত হইল। ভক্তিনিধি মহাশয়ের ঋণ এ জীবনে পরিশোধ করিতে পারিব না। শ্ৰীহট্ট মৈনা নিবাসী প্ৰাণতুল্য শ্ৰীযুক্ত অচ্যুত চরণ চৌধুরী মহাশয় কতকগুলি উপদেশ দিয়া পুস্তকের অভাব পূর্ণ করিয়াছেন। আমি তাহার নিকট তজ্জন্য চিরকৃতজ্ঞ। জেলারর বৰ্দ্ধমানের অন্তৰ্গত মুস্তুল নিবাসী প্ৰসিদ্ধ কীৰ্ত্তন গায়ক শ্ৰীহরি দাস মোহন্তের নিকট ৩টি এবং জেলা নদীয়ার অন্তঃপাতি কুমরি নিবাসী শ্ৰীযুক্ত পণ্ডিত সীতানাথ ভট্টাচাৰ্য্য মহাশয়ের নিকট ৬টি অপ্রকাশিত পদ পাইয়াছি তজ্জন্য তাঁহাদের নিকটেও কৃতজ্ঞ রহিলাম।

নদীয়া বল্লভপুর নিবাসী শ্ৰীযুক্ত দীননাথ সরকার মহাশয় লীলা সমুদ্র নামক বহু প্ৰাচীন হস্ত লিখিত গ্ৰন্থ, মিরগি নিবাসী শ্ৰীযুক্ত কৃষ্ণ গোপাল অধিকারী পদার্ণব সারাবলী নামক সুপ্রাচীন হস্ত লিখিত গ্ৰন্থ, যমসেরপুর নিবাসী সুপ্ৰসিদ্ধ জমিদার শ্ৰীযুক্ত রাজেন্দ্র নারায়ণ বাগচি মহাশয় গীত কল্পতরু নামক হস্ত লিখিত গ্ৰন্থ আমাকে দয়া করিয়া দেওয়ায় যথেষ্ট উপকৃত হইয়াছি। তারও ৪/৫ জন মহাজন আমাকে হস্ত লিখিত গ্রন্থ সকল দিয়া ছিলেন। প্রকাশক শ্ৰীমান সুরেন্দ্রনাথ বসু ভায়া আমার অনেক বড় সাহায্য করিয়াছেন।

শ্ৰী রমণীমোহন মল্লিক
মেহেরপুর
জেলা নদীয়া। ৫ আশ্বিন ১৩০২

লেখক: রমণীমোহন মল্লিকবইয়ের ধরন: গান / গানের বই

চণ্ডীদাস – রমণীমোহন মল্লিক

বলরাম দাস – রমণীমোহন মল্লিক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ডিকশনারি

কৌতু্ক / জোকস

লিরিক

রেসিপি

বিবিধ রচনা

হেলথ

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
egb-logo
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.