এ যে মোর আবরণ ঘুচাতে কতক্ষণ! নিশ্বাসবায় উড়ে চলে যায় তুমি কর যদি মন॥ যদি পড়ে থাকি ভূমে ধূলার ধরণী চুমে, তুমি তারি লাগি দ্বারে রবে জাগি এ কেমন তব পণ॥ রথের চাকার রবে জাগাও জাগাও সবে, আপনার ঘরে এসো বলভরে এসো এসো গৌরবে। ঘুম টুটে যাক চলে, চিনি যেন প্রভু ব'লে-- ছুটে এসে দ্বারে করি আপনারে চরণে সমর্পণ ॥
Leave a Reply