বকাসুর

একচক্রাপুরের এক অত্যাচারী ভয়াবহ রক্ষস। বক রাক্ষস একচক্রা নগর রক্ষা করত ও তার মূল্যস্বরূপ প্রতিদিন এক নগরবাসীকে প্রচুর অন্ন আর দুটি মহিষ নিয়ে তাঁর কাছে যেতে হত। রাক্ষস এই মানুষ সহ মহিষ ও অন্ন ভোজন করত। পাণ্ডবরা যখন একচক্রানগরীতে এক ব্রাহ্মণের অতিথি হয়ে ছিলেন,তখন সেই ব্রাহ্মণের পালা ছিল বকরাক্ষসের কাছে যাবার। কুন্তি ঘটনাটি জানতে পেরে ব্রাহ্মণকে অভয় দিয়ে ভীমকে পাঠান। ভীম বককে হত্যা করে নগরবাসীদের বিপদমুক্ত করেন।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *