হৈমন্তী তেওড়াউত্তরীয় লুটায় আমার – ধানের খেতে হিমেল হাওয়ায়। আমার চাওয়া জড়িয়ে আছে নীল আকাশের সুনীল চাওয়ায়॥ ভাঁটির শীর্ণা নদীর কূলে আমার রবি-ফসল দুলে, নবান্নেরই সুঘ্রাণে মোর চাষির মুখে টপ্পা গাওয়ায়॥ Bookmark Category: নজরুলগীতিTag: কাজী নজরুল ইসলামPrevious Post:আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানিNext Post:রাম-ছাগী গায় চতুরঙ্গ বেড়ার ধারে
Leave a Reply