আমি নামের নেশায় শিশুর মতো
ডাকি গো মা বলে।
নাই দিলি তুই সাড়া মা গো
নাই নিলি তুই কোলে॥
শুনলে ‘মা’ নাম জেগে উঠি,
ব্যাকুল হয়ে বাইরে ছুটি,
ওই নামে মোর নয়ন দুটি
ভরে উঠে জলে॥
ও নাম আমার মুখের বুলি, ও নাম খেলার সাথি,
ও নাম বুকে জড়িয়ে ধরে পোহায় দুখের রাতি।
মা-হারানো শিশুর মতো
জানি ও-নাম অবিরত,
ওই নামের মন্ত্র আমার বুকে
কবচ হয়ে দোলে॥
Leave a Reply