মা গো, আমি মন্দমতি তবু যে সন্তান তোরই। (হায়) পুত্র বেড়ায় কাঙালবেশে মা যার ভুবনেশ্বরী॥ তুই যে এত বাসিস হেলা (তবু) তোরেই ডাকি সারাবেলা; মার খেয়ে তোর শিশুর মতোমাগো তোকেই জড়িয়ে ধরি॥ মা হয়ে তুই কেমন করে কোল থেকে তোর দিলি ফেলে, (মাগো) কেন দিলি ধুলায় ফেলে? (আমি) মন্দ এত হতাম না মা মায়ের স্নেহ-সুধা পেলে। (মা) তোর উপরে অভিমানে দু-চোখ যায় যেদিক পানে সেই দিকে তাই ধাই মা এখন মরণ-বাঁচন ভয় না করি॥
Leave a Reply