• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • সব বই
  • লেখক
  • সিরিজ
  • বইয়ের ধরণ
  • Login/Register
  • My Account →
  • সব বই
  • লেখক
  • সিরিজ
  • বইয়ের ধরণ
  • Login/Register
  • My Account →
  • বাংলা ডিকশনারি
  • বাংলা কৌতুক
  • বাংলা লিরিক্স
  • বাংলা রেসিপি
  • হেলথ টিপস এন্ড নিউজ

বাংলা নতুন/পুরাতন বইয়ের পিডিএফ ডাউনলোড/সন্ধান করতে আমাদের বাংলা পিফিএফ সাইটে ক্লিক করুন।

Bangla PDF

কেন প্রাণ ওঠে কাঁদিয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কেন প্রাণ ওঠে কাঁদিয়া
কেন        প্রাণ ওঠে কাঁদিয়া
                              কাঁদিয়া কাঁদিয়া কাঁদিয়া গো।
আমি       যত ভুলি ভুলি করি
               তত আঁকড়িয়া ধরি, 
               তত মরি সাধিয়া, 
                              সাধিয়া সাধিয়া সাধিয়া গো! 

               (শ্যামের সে রূপ ভোলা কি যায়
                              নিখিল শ্যামল যার শোভায়
               আকাশে সাগরে বনে কান্তারে 
                              লতায় পাতায় সে রূপ ভায়।) 

আমার      বঁধুর রূপের ছায়া বুকে ধরি
                              আকাশ-আরশি নীল গো, 
বহে           ভুবন প্লাবিয়া কালারে ভাবিয়া 
                              কালো সাগর-সলিল গো। 
আমার      শ্যামেরে কাজল পরাইতে মেঘ 
                              ঝুরে ঝুরে ঘুরে গগনে। 
আমার       শ্যামের মুকুট-চূড়া হয়ে শিখী 
                              নেচে ফেরে বন-ভবনে। 
                                             (সখি গো-- 
               সখি         নিখিল তারে ধেয়ায় গো। 
               এই          রাধিকার পারা কোটি শশী তারা 
                              তার নীল বুকে লুটায় গো।) 
               
               যদি         ফুল হয়ে ফুটি তরু-শাখে 
               সে যে       পল্লব হয়ে ঘিরে থাকে
               যদি         একাকিনী চলি বনতলে 
               সে যে       ছায়া হয়ে পিছে পিছে চলে। 

               যদি          একা ঘরে মোর দ্বীও জ্বালি 
               আসে       আঁধারের রূপে বনমালী।।
                              (সখি গো-- 
               আমার কলঙ্কী চাঁদ।) 
               তার কলঙ্ক চেয়ে জ্যোৎস্না বেশি 
                                             কলঙ্ক তার দেখে কে! 
               লোকে আমার চাঁদে কলঙ্কী কয় 
                                             জ্যোৎস্না তাহারি মেঘে। 

                              (আমি তারির লাগি-- 
আমি       কুমুদিনী হয়ে জলে ডুবে রই                তারির লাগি। 
আমি       চকোরিনী হয়ে নিশীথ জাগি              তারির লাগি। 
আমার     প্রাণের সাগরে জোয়ার জাগে              চাঁদের লাগি। 
রাতে        রবির কিরণ শরণ মাগে                     চাঁদের লাগি। 
                              সে যে আমার কলঙ্ক চাঁদ!) 

আমি      যেদিকে তাকাই হেরি ও-রূপ কেবল, 
সে যে      আমারি মাঝারে রহে করি' নানা ছল। 
সে যে      বেণী হয়ে দোলে পিঠে চপল চতুর, 
সে যে      আঁখির তারায় হাসে কপট নিঠুর।

                             (সখি গো— 
সখি       আঁখি মোর বিবাদী হল 
                          কালো রূপে সে-ও ছলে 
আমার    চোখের জল বিবাদী হলো
                          সে কালার রূপে গলে। 
আমার    বুকের কথা চোখে এলো 
                          চোখের জল সই সে-ও কালো। 
             সখি লো মোর মরণ ভালো!) 

সে যে      আঁখিপাতা হয়ে থাকে ঘিরিয়া আঁখি, 
বনে        বলে ডাকে তারি আঁখি কোয়েলা পাখি, 
কাঁদে       ফাল্গুনে গুন্‌ গুন্‌ ফুল-ভোমরা, 
বন         হরিণীর চোখে তারি কাজল পরা। 

                       (তারে কেমনে ভুলিব, 
হায়         সখি তারে কেমনে ভুলিব!) 

আমার     অঙ্গ জড়ায়ে দোলে সে রঙ্গে 
              শাড়ি সে নীলাম্বরী গো 
আমি       কূল ছাড়িয়াছি আজ দেখি সখি 
              দুকূল লইয়া মরি গো। 
(আমার    বসন ভূষণ তারির সখা 
              কেমনে তায় ভুলিব।) 

থাকে        করবী-বন্ধে কালো ডোর হয়ে 
                          কাল-ফণী কালী কেশে গো! 
থাকে       কপালের টিপে, চোখের কাজলে, 
                          থাকে কপোলের তিলে মিশে গো 

(আমার একূল ওকূল দুকূল গেল। 
আমার     কূলে সই পড়িল কালি 
                          সে-ও কালো রূপে এল। 
আমার     কপালে কলঙ্ক-তিলক 
                          সে-ও কালার রূপে এল।) 

রাখি       কি দিয়া মন বাঁধিয়া 
             (আমার সকলি ভাসিল সখি 
                          কালো যমুনারি জলে 
                          সকলি ভাসিল—) 
রাখি       কি দিয়া মন বাঁধিয়া 
                          বাঁধিয়া বাঁধিয়া বাঁধিয়া গো।।
Category: নজরুলগীতিTag: কাজী নজরুল ইসলাম
Previous Post:একেই সালোকসংশ্লেষণ বলে
Next Post:কাঞ্চন বরণী কে বটে সে ধনী ধীরে ধীরে চলি যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ডিকশনারি

কৌতু্ক / জোকস

লিরিক

রেসিপি

বিবিধ রচনা

হেলথ

Download PDF


My Account

Facebook

top↑