কেন তারে আমি এত ভালোবাসলাম
হয়তো আমারি ভুল
পোড়াতে প্রেমেরই ভুল
কাঁটাগুলি গেঁথে নিলাম।।
বলেছিল আমারে ভুলো না
ব্যথা দিয়ে তুমি চলে যেও না
(হায়) সবই যে ছিল তারই ছলনা
জেনে-শুনে এ হৃদয় পুড়ালাম।।
ভুল শুধু ভুল হয়ে রইল
নীরবে নীরবে মন কাঁদল
(হায়) স্মৃতিগুলো বুকে বিঁধে থাকল
দু’ চোখের জল ছাড়া কি পেলাম।।
*
লিরিক্স – মোহিনী চৌধুরী
শিল্পী – সৈয়দ আব্দুল হাদী
সুর – আলাউদ্দিন আলি
ছায়াছবি – গোলাপী এখন ঢাকায়
Leave a Reply