বাঁশী বাজবে না কেন রাধা নাচবে না কেন
বর্ষাকালে ময়ূর যদি তা থই তা থই নাচে
ফুল ফুটবে না কেন চাঁদ উঠবে না কেন
মাতাল হয়ে ভোমর না হয় আসুক ফুলের কাছে ।।
ললিত বসন্ত রাগে বাঁশীতে যে সুর লাগে
ললিতা বিশাখা সাথে চলে রাধা আজ রাতে
হায় বাঁশী শুনে হয় যে মনে কৃষ্ণ যে তার আছে ।।
পরালে আনন্দ জাগে, দোলে তনু অনুরাগে
কঙ্কন–কিঙ্কিণী তোলে যে সুর রিনিঝিনি
আহা রাধার মনের রঙ লেগেছে কৃষ্ণচূড়া গাছে ।।
*
গান – বাঁশী বাজবে না কেন রাধা নাচবে না কেন
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়
সুরকার: নচিকেতা ঘোষ
ছায়াছবি: সুজাতা
Leave a Reply