দয়ালে কী গো পার করিবে মোরে
অপার আমি,অধম আমি রে
কেমনে যাব পাড়ে।।
দয়ালের ভরসা করি
রহিলাম আশাবরী
হইলে চরণদারী খুশি হইতাম রে।
ভব দরিয়ার পাকে
মরছে মানুষ লাখে লাখে
আমাকে তুমি নিও ত্বরে।।
ছুবের নায়ে দিলাম পাড়ি
কে যাব আগে বাড়ি
এখন দেখি উল্ঠে মরি হায় হায় রে।
ছুবের খেলার বাসনা
আর মনে জাগবে না
মাঝি বিনা কী নাও চলে রে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
অকূলে আমি গেলাম পড়িয়া
নয়নে এখন সদা জল ঝরে।
হে দয়াময় রক্ষা করো
নইলে তব হাতে মারো
দেখিও সুনজরে বান্দারে।।
Leave a Reply