পিরিত কেন বাড়াইলে শ্যাম তুমি
যদি যাবার হয়
কেন নাহি করো মোরে রে
তোমার চরণদ্বয় রে – বন্ধু।।
না পুরাইলা বাসনা রে আমার
আমি লজ্জিতময়
পাড়ার লোকে দেখলে কহে
আমি কলঙ্কময় রে- বন্ধু।।
মরম জ্বালা নারী প্রাণে
সহিবার তো নয়
তবু সহি দিবারাতি
জ্বালা ছলনাময় রে – বন্ধু।।
গৃহে আমার ছয়জন বাদি
ভীষণ জ্বালা হয়
তাদের জ্বালায় ক্লান্ত আমি
হৃদয়ে না সয় রে- বন্ধু।।
আমি তো থাকতে পারবো না
একা গৃহে মোর
যদি তুমি যেতে চাও
বুকেতে তীর দেও রে- বন্ধু।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
কেমনে মনে লয়
এতো জ্বালায় রেখে আমায়
দূর কেমনে প্রাণ রয় রে- বন্ধু।।
Leave a Reply