ওরে ও মানুষ,গয়া কাশী বৃন্দাবনে খোদা নাহি রয়
মানুষ হতে হলে
খোদার দিদার চাইলে
মানুষের চরণ ভজতে হয়।।
মানুষে মানুষ মিলে
শুনি লোকে কয়
কায়েম দায়েম করবি পরে
আগে হওগে মানুষ চরণদ্বয়।।
মানুষ হবে না মানুষ ভজলে
দিলে যদি না মানূষ রয়
চিরকর্মে মগ্ন রইলে
ঠিকবি মানুষ অবশ্যয়।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
হবে মানুষের জয়
পরিত্যক্ত মানুষ আসক্ত
হইলে কেহ নিশ্চয়।।
Leave a Reply