যোগেশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় (১৯০১ — ২৪-৮-১৯৭৯) আমরাল — বাঁকুড়া। আইন-জীবী পূৰ্ণচন্দ্ৰ। খ্যাতনামা হৃদরোগ-বিশেষজ্ঞ। ১৯২৫ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এম.বি. পাশ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান। ১৯৩০ খ্রী. মধ্যে সেখানে এল.আর.সি.পি, এমআরসিপি, এমআরসিএস, এবং ১৯৬১ খ্ৰী. লন্ডন বিশ্ববিদ্যালয়ের এফআরসিপি হন। ১৯৬২ খ্রী. ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের মেডিক্যাল শাখার সভাপতি হয়েছিলেন। ১৯৬৩ খ্রী. বিশ্বস্বাস্থ্য সংস্থার কারডিও-ভাসকুলার কনসালট্যান্ট হন। ১৯৬৫ খ্ৰী. ‘পদ্মভূষণ’ উপাধি পান। দীর্ঘদিন কলিকাতা মেডিক্যাল কলেজের মেডিসিনের অধ্যাপক-ডিরেক্টর ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ অব মেডিসিনের প্রধান ছিলেন। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা।
Leave a Reply