মাধবী দাসী। ড. দীনেশচন্দ্ৰ সেন বলেন, ‘নীলাচলবাসিনী, গৌরাঙ্গের সমকালীবর্তিনী ও শিখি মাইতির ভগিনী ছিলেন—মাধবী দাস’। এই বিদুষী মহিলা সম্বন্ধে জানা যায় যে তিনি কিছুকাল শ্ৰীশ্ৰীজগন্নাথদেবের মন্দিরের হিসাবরক্ষক ছিলেন। কেউ কেউ বলেন, মহাপ্ৰভু ১৫০৯ খ্রী. পুরীধামে গেলে মাধবী তাঁর কাছে দীক্ষালাভ করেন। তাঁর শাস্ত্ৰজ্ঞান, ভক্তি ও ধর্মপরায়ণতা দেখে চৈতন্যদেব তাঁর প্রতি প্ৰসন্ন ছিলেন। বাংলা ভাষায় রচিত তাঁর পদ পাওয়া যায়। তিনি কখনও কখনও নিজনাম ‘মাধব দাস’ বলে স্বাক্ষর করতেন ব’লে জানা যায়।
Leave a Reply