মাধবচন্দ্ৰ চট্টোপাধ্যায় (১২৩৭ — ৯-২-১৩১২ ব) নন্দীগ্রাম-হুগলী। ওভারসিয়ারের চাকরি নিয়ে ওড়িশায় যান। এখানে জ্যোতিষ শিখতে থাকেন। ওভারসিয়ার থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনীয়ার হয়ে ১২৯৫ ব. অবসর নেন। অবসর-গ্রহণের পর কলিকাতায় মহেশচন্দ্ৰ ন্যায়রত্বের উৎসাহে এবং আশুতোষ মিত্রের সহায়তায় বিশুদ্ধ পঞ্জিকা প্ৰকাশে মনোযোগী হন এবং নৌসারণী অনুসরণে তিথি নক্ষত্র নির্ভুলভাবে গণনা করে ১৮৯০ খ্ৰী. ‘বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা’ প্ৰকাশ করেন।
Leave a Reply