মণি বাগচী (১৯০৫ — ২২-২-১৯৮৩) নবদ্বীপ-নদীয়া। দক্ষ জীবনীকার ও সাহিত্যসেবী। ১২৫ টি গ্ৰন্থ রচনা করেছেন। ভারতীয় বিদ্যাভবন তাকে ‘জাতীয় জীবনীকার’ সম্মানে ভূষিত করেন। তাঁর প্রথম জীবনীগ্রন্থ ‘ভারতের সাধক বিজয়কৃষ্ণ’ ১৯৩৩ খ্রী. প্রকাশিত হয়। সবচেয়ে উল্লেখযোগ্য জীবনী ‘ভগিনী নিবেদিতা’। সাহিত্য জীবনের সঙ্গে সঙ্গে সাংবাদিকতাও করেছেন কয়েক বছর।
Leave a Reply