কালীচন্দ্র রায়চৌধুরী (১৯শ শতাব্দী) কুণ্ডী-রংপুর। জমিদার-বংশে জন্ম। তারই উদ্যোগে মফঃস্বলে প্ৰথম মুদ্রাযন্ত্রের প্রতিষ্ঠা ও রংপুর বার্তাবহ পত্রিকা প্ৰথম প্রকাশিত হয়। তাঁর মৃত্যুর পর পত্রিকাটি ‘রংপুর দিকপ্রকাশ’ নামে প্রকাশিত হতে থাকে। রামনারায়ণ তর্করত্ন রচিত বাঙলার আদি নাটক ‘কুলীন কুলসর্বস্ব’কে পুরস্কৃত করে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। ‘স্বভাব দপণ’ ও ‘প্ৰেমরসাষ্টক’ গ্রন্থের রচয়িতা।
Leave a Reply