কালীকুমার দত্ত, মুন্সী (আনু ১৮২০ – ১৮৬৭) কুকুটিয়া-বিক্রমপুর-ঢাকা। রামলোচন। পূর্ববঙ্গে ‘দাতা-কালীকুমার’ নামে সমধিক পরিচিত ছিলেন। নিজের চেষ্টায় বাংলা ও ফারসী ভাষা শিক্ষা করে মুন্সী উপাধি পান। পরে ওকালতি পাশ করে উকিল হন। তার কর্মজীবনের প্রধান অংশ অতিবাহিত হয় ময়মনসিংহে। সেখানে ওকালতি করে তিনি প্রচুর অর্থ ও যশ লাভ করেন। কিন্তু তার সর্বপ্ৰধান খ্যাতি অতিথিসেবা ও দানশীলতার জন্য।
Leave a Reply