কালীকিশোর স্মৃতিরত্ন, মহামহোপাধ্যায় (১১.৪.১২৬৫ – ২১.৬.১৩৬১ বঙ্গাব্দ) হোগলা-কার্তিকপুর-ফরিদপুর। গোলোকচন্দ্র সার্বভৌম। সংস্কৃত ভাষা ও সাহিত্যের প্রচারে তার দান উল্লেখযোগ্য। কলিকাতা সংস্কৃত অ্যাসোসিয়েশনের নব্য ও প্রাচীন স্মৃতির উপাধি পরীক্ষার এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি বিষয়ে এম.এ. পরীক্ষার পরীক্ষক ও বহু বৎসর ঢাকা সারস্বত সমাজের সভাপতি ছিলেন। ১৯৩১ খ্রী ‘মহামহোপাধ্যায়’ উপাধি লাভ করেন।
Leave a Reply