কালীকিঙ্কর মুৎসুদ্দি (২১.৭.১৮৫০ – ৬.৬.১৯২৯)। চট্টগ্রামের পাহাড়তলী। চট্টগ্রামের বিদ্যালয়ের ইনস্পেকটিং পণ্ডিত ছিলেন। কবিতা লিখে ‘কাব্যনিধি’ এবং ‘বিদ্যাবিনোদ’ উপাধি লাভ করেছিলেন। কবি নবীনচন্দ্ৰ সেন সম্পাদিত ‘প্ৰভাত’ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন। রচিত গ্ৰন্থ : ‘চট্টল উল্লাস’ (কাব্য) এবং ‘কুমুদিনী’ (উপন্যাস)।
Leave a Reply