• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • সব বই
  • লেখক
  • সিরিজ
  • বইয়ের ধরণ
  • Login/Register
  • My Account →
  • সব বই
  • লেখক
  • সিরিজ
  • বইয়ের ধরণ
  • Login/Register
  • My Account →
  • বাংলা ডিকশনারি
  • বাংলা কৌতুক
  • বাংলা লিরিক্স
  • বাংলা রেসিপি
  • হেলথ টিপস এন্ড নিউজ

বাংলা নতুন/পুরাতন বইয়ের পিডিএফ ডাউনলোড/সন্ধান করতে আমাদের বাংলা পিফিএফ সাইটে ক্লিক করুন।

Bangla PDF

অষ্ট

লাইব্রেরি » বাংলা ডিকশনারি » বাংলা অভিধান » অ » অষ্ট

অষ্ট [ aşţa ] (-ষ্টন্) বি. আট, আট সংখ্যা, ৮।

বিণ. আটসংখ্যক (অষ্টপ্রহর)।

[সং. অশ্ + তন্]।

অষ্টঐশ্বর্য–বি. ঈশ্বর বা শিবের আটপ্রকার বিভূতি বা অলৌকিক গুণ।

অষ্টক–বি. আটের সমষ্টি; আটটি অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রন্হ।

বিণ. আটসংখ্যক।

অষ্টচত্বারিংশ, অষ্টচত্বারিংশত্তম–বিণ. আটচল্লিশসংখ্যক; আটচল্লিশের পূরক।

অষ্টচত্তারিংশত্–বি. বিণ. আটচল্লিশ।

অষ্টদিকপাল, অষ্টদিক্পাল–বি. ইন্দ্র বহ্নি যম র্নৈঋত বরুণ মরুত্ কুবের ঈশান-আটটি দিকের এই আট অধীশ্বর বা দেবতা।

অষ্টধা–অব্য. ক্রি-বিণ. আটরকম বা আটরকমে; আটবার বা আটবারে।

অষ্টধাতু–বি. সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা ও লোহা-এই আট ধাতু।

অষ্টনবতি–বি. আটানব্বই।

অষ্টনবতিতম–বিণ. আটানব্বই সংখ্যক, আটানব্বইয়ের পূরক।

অষ্টনাগ–বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট ও শঙ্খ-এই আট সর্প।

অষ্টনায়িকা–বি. মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহী ও কৌমারী।

অষ্টনিধি–বি. কুবেরের পদ্ম মহাপদ্ম প্রভৃতি আটটি নিধি বা রত্ন।

অষ্টপঞ্চাশ, অষ্টপঞ্চাশত্–বি. বিণ. আটান্ন।

অষ্টপঞ্চাশত্তম–বিণ. আটান্নর পূরক; আটান্নসংখ্যক।

অষ্টপর–অষ্টপ্রহর-এর আঞ্চ. রূপ।

অষ্টপাদ–বি. মাকড়সা।

বিণ. আটটি পদবিশিষ্ট।

অষ্টপ্রহর–বি. ১. দিবারাত্র, দিবারাত্রি, দিনরাত; ২. সারা দিনরাত ধরে অনুষ্ঠিত সংকীর্তন।

ক্রি-বিণ. দিনরাত ধরে (অষ্টপ্রহর সতর্ক থাকা)।

অষ্টবজ্র–বি. বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকের শক্তি এবং দুর্গার অসি।

অষ্টবসু–বি. ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভাস (মতান্তরে প্রভব)-দক্ষকন্যা বসুর এই আট পুত্র।

অষ্টবিধ–বিণ. আটরকম, আটরকমের।

অষ্টভুজ–বিণ. আটটি হাতবিশিষ্ট।

অষ্টভুজা–বিণ. (স্ত্রী.) আটটি হাতবিশিষ্টা।

বি. দুর্গার রূপভেদ।

অষ্টম–বিণ. আট সংখ্যার পূরক, eighth.

অষ্টমী–বি. তিথিবিশেষ।

অষ্টমূর্তি–বি. সর্ব ভব রুদ্র উগ্র ভীম পশুপতি মহাদেব ও ঈশান-শিবের এই আট মূর্তি।

অষ্টরম্ভা–বি. কিছুই না, ফাঁকি; তু. ঘোড়ার ডিম; কাঁচকলা।

অষ্টষষ্টি–বি. আটষষ্ট্টি।

অষ্টষষ্টিতম–বিণ. আটষট্টির পূরক, আটষট্টিসংখ্যক।

অষ্টসপ্ততি–বি. আটাত্তর।

অষ্টসপ্ততিতম–বিণ. আটাত্তরের পূরক, আটাত্তরসংখ্যক।

অষ্টসিদ্ধি–বি. অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্ব-যোগের এই আটটি ঐশ্বর্য।

অষ্টাংশিত [ aşţāṃśita ] বিণ. ১. আট ভাগে বিভক্ত; ২. (কাগজ সম্বন্ধে) আট পাতায় ভাঁজ-করা, octavo.

অষ্টাঙ্গ [ aşţāńga ] বি.
১. দেহের আট অঙ্গ বা অবয়ব (যথা দুই হাত, হৃদয়, কপাল, দুই চোখ, কন্ঠ (মতান্তরে বাক্য), মেরুদণ্ড (মতান্তরে মন); অথবা পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বুক ও নাক;
২. যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি-এই আটরকম যোগ।

বিণ. বি. (আয়ু.) শল্য-শলাকা-কায় ইত্যাদি আটরকম (চিকিত্সা)।

অষ্টাত্রিংশ [ aşţātriṃśa ], অষ্টাত্রিংশত্তম[ aşţātriṃśattama ] বিণ. আটত্রিশসংখ্যক, আটত্রিশের পূরক।

অষ্টাত্রিংসত্ [ aşţātriṃśat ] বি. আটত্রিশ।

অষ্টাদশ [ aşţādaśa ] বি. বিণ. আঠারো।

বিণ. আঠারো, সংখ্যার পূরক, আঠারোসংখ্যক।

অষ্টাদশী [ aşţādaśī ] বিণ. অষ্টাদশ-এর স্ত্রীলিঙ্গ রূপ।

বি. (স্ত্রী.) আঠারো বত্সর বয়স্কা নারী (ধীর পদে এগিয়ে এল এক অষ্টাদশী)।

অষ্টাপদ–বি. স্বর্ণ, সোনা (‘কাঠের সেঁউতী মোর হইল অষ্টাপদ’: ভা. চ)।

অষ্টাবক্র [ aşţābakra ] বি. পৌরাণিক মুনিবিশেষ (এঁর শরীরের আট স্হানে বক্রতা ছিল বলে বর্ণিত আছে)।

অষ্টাবিংশ [ aşţābiṃśa ], অষ্টাবিংশতিতম [ aşţābiṃśatitama ] বিণ. আটাশ সংখ্যার পূরক, আটাশসংখ্যক।

অষ্টাবিংশতি [ aşţābiṃśati ] বি. বিণ. আটাশ।

অষ্টাশীতি, অষ্টাশি [ aşţāśi ] বি. আটাশি, অষ্টআশি।

অষ্টাশীতিতম–বিণ. আটাশি সংখ্যার পূরক আটাশিসংখ্যক।

অষ্টাষষ্টি–অষ্টষষ্টি-র রূপভেদ।

অষ্টাহ [ aşţāha ] বি. আট দিন।

Category: অ, বাংলা অভিধান
Previous Post:অষ্টাহ
Next Post:অহ্ন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ডিকশনারি

কৌতু্ক / জোকস

লিরিক

রেসিপি

বিবিধ রচনা

হেলথ

Download PDF


My Account

Facebook

top↑