দর্শকের অভাবে, বর্ষার জন্য ছোট সার্কাস দলটির খুবই দুরবস্থা। মালিক ঠিক করলেন, দল তুলে দেবেন। তাই নিজের তাঁবুতে ডাকলেন দলের সব কর্মী আর খেলোয়াড়কে । ডেকে বললেন, দেখো, আর লোকসান দিয়ে ‘শো’করার কোনো মানে হয় না। আমি আজ দল ভেঙে দিচ্ছি। তবে এখনই সকলের মাইনে দিতে পারছি না। হাতে একদম পয়সা নেই। এ যাত্রা মাইনে পাবে মাত্র তিনজন ; ডাকু, যে এক কিলে থান ইট গুঁড়িয়ে দেয় ; স্যামসন, যে তিনটে ক্লাউনকে মাথার ওপর তুলে আছাড় মারে ; আর গামা, যে চোখ বুজে ছোরা ছোড়ে টার্গেটের দিকে।
Leave a Reply