আমি ভাকি কাতরে প্রাণ গৌর আইস আসরে
আইস রে কাঙালের সখা হৃদয় মন্দিরে।।
পঞ্চতত্ত্ব সঙ্গে লয়ে হৃদিপদ্ম প্ৰকাশিয়ে প্ৰাণ গৌর হে
হৃদয় মাঝে উদয় হইয়ে ভাসাও প্রেমনীরে।।
ভাইবে রাধারমণ বলে জীবন গাওয়াইলাম হেলে।
কি বলিয়া আইলাম ভাবে কি করিলাম হে।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply