ঋগ্বেদ ০৮।০১১

ঋগ্বেদ ০৮।০১১
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল  সূক্ত ১১
অগ্নি দেবতা। বৎস ঋষি।

১। হে অগ্নিদেব! তুমি মৰ্ত্ত্যগণের মধ্যে কৰ্ম্মপাতা, অতএব যজ্ঞে স্তুতিযোগ্য।

২। হে শত্রুপরাজয়কারী! তুমি যজ্ঞে প্রশংসাযোগ্য, তুমি অধ্বরসমূহের নেতা।

৩। হে জাতবেদা! তুমি আমাদের শত্ৰুগণকে পৃথক কর। হে অগ্নি! তুমি দেবদ্বেষী অরাতিগণকে পৃথক কর।

৪। হে জাতবেদা! অন্তিকস্থিত হইলেও রিপুর যজ্ঞ তুমি কখনই কামনা কর না।

৫। আমরা বিপ্র, তুমি মরণরহিত ও জাতবেদা। আমরা তোমার বিস্তৃত নাম অবগত হইব।

৬। আমরা বিপ্র ও মর্ত্য। আমরা মেধাবী দেব অগ্নিকে(১) হব্যদ্বারা প্ৰীত করিবার জন্য আমাদের রক্ষার্থ স্তুতিদ্বারা আহ্বান করি।

৭। হে অগ্নি! বৎস ঋষি উৎকৃষ্ট বাসস্থান হইতেও তোমার মন আকর্ষণ করে। তাহার স্তুতি তোমার প্রতি অভিলাষবতী।

৮। তুমি বহুদেশে সমানরূপে দর্শন কর, অতএব সমস্ত প্রজাগণের পক্ষে তুমি ঈশ্বর। যুদ্ধে তোমাকে আমরা আহ্বান করি।

৯। আমরা অন্নেচ্ছু হইয়া যুদ্ধে রক্ষার্থ অগ্নিকে আহ্বান করি। তিনি সংগ্রামে বিচিত্র ধনযুক্ত।

১০। হে অগ্নি! তুমি যজ্ঞে পূজনীয় ও পুরাতন। তুমি সনাতন হোতা ও স্তুতিযোগ্য। তুমি যজ্ঞে উপবেশন কর, তুমি আপনার শরীরকে ব্যাপ্ত কর, আমাদিগকেও সৌভাগ্য প্রদান কর।

————
(১) মূলে ‘বিপ্ৰং দেৰং অগ্নিং” আছে। অৰ্থ মেধাবী দেব অগ্নি। বিপ্র শব্দের এখন যে অর্থ, ঋগ্বেদ রচনার সময় সে অর্থ ছিল না, তখন ব্রাহ্মণ বলিয়া একটি “জাতি” ছিল না, অগ্নি ব্রাহ্মণ জাতীয় ছিলেন না।