ঋগ্বেদ ১০।০০৯

ঋগ্বেদ ১০।০০৯
ঋগ্বেদ সংহিতা।। ১০ম মণ্ডল।। সূক্ত ৯
জল দেবতা। সিন্দুদ্বীপ ঋষি অথবা ত্রিশিরা ঋষি।

১। হে জল! ভূমি সুখের আধারস্বরূপ। তুমি অন্ন সঞ্চয় করিয়া দাও? তুমি অতি চমৎকার বৃষ্টি দান কর।

২। হে জণগণ! হোম স্নেহময়ী জননীর ন্যায়, তোমাদিগের যে রস অতি সুখকর, আমাদিগকে তার ভাগা কর।

৩। হে জলগণ! যে পাপের শখের নিমিত্ত তোমরা প্রস্তুত আছি, সেই পাপক্ষয় কামনায় আমরা তোমাদিগকে মস্তকে নিক্ষেপ করি! তোমরা আমাদিগের বংশ বৃদ্ধি কর।

৪। জলস্বরূপ দেবতাগণ আমাদিগের যজ্ঞের জন্য সুখ বিধান করুন, পানের উপযোগী হউন, মঙ্গল বিধান ও অমঙ্গল নিবারণ করুন, আমাদিগের মস্তকে ক্ষরিত হউন।

৫। অভিলষিত বস্তুর অধীশ্বর জলেরই আছেন, মনুষ্যদিগকে তাঁহারাই বাস করাইয়া থাকেন। সেই জলদিগকে আমি ঔষধের জন্য প্রার্থনা করি।।

৬। সোম আমাকে বলিয়াছেন যে, জলের মধ্যে তাবৎ ঔষধ আছে এবং জগতের সুখকর অগ্নিও আছেন।

৭। হে জলগণ! আমার দেহরক্ষাকারী ঔষধ পরিপুষ্ট কর, যেন আমরা বহুকাল সূর্যকে দেখিতে পাই।

৮। হে জলগণ! যাহা কিছু দুষ্কত আমার আছে, অথবা যে কোন হিংসার কাৰ্য্য করিয়াছি, কিংবা অভিসম্পাত করিয়াছি, অথবা মিথ্যা কথা কহিয়াছি, সে সমস্ত অপসারিত কর।

৯। আমি অদ্য জলে প্রবেশ করিয়াছি, ইহার রস পাইয়াছি। হে অগ্নি! জলবিশিষ্ট হইয়া তুমি এস। আমাকে তেজোযুক্ত কর (১)।

——-

(১) ৬-৯ এই কয়েক ঋক প্রথম মণ্ডলের ২৩ সূক্তের ২০ হইতে ২৩ ঋকের সহিত এক।