ঋগ্বেদ ১০।১৮৭

ঋগ্বেদ ১০।১৮৭
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৮৭
অগ্নি দেবতা। বৎস ঋষি।

১। হে মনুষ্যগণ! মনুষ্যদিগের অধিপতি অগ্নিকে সম্বোধনপূর্বক স্তব প্রেরণ কর। তিনি আমাদিগকে শত্রু হস্ত হইতে উদ্ধার করুন।

২। সেই অগ্নি অতি দূরদেশ হইতে আকাশ পার হইয়া আসিয়াছেন, তিনি আমাদিগকে, ইত্যাদি।

৩। বৃষ্টিবর্ষণকারী অগ্নি শুভ্রবর্ণ শিখাদ্ধারা রাক্ষসদিগের বধ করিতেছেন তিনি আমাদিগকে ইত্যাদি।

৪। তিনি সমস্ত ভুবনকে পৃথকৃপৃথকভাবে পৰ্যবেক্ষণ করেন, মিলিত ভাবেও পৰ্যবেক্ষণ করেন। তিনি আমাদিগকে, ইত্যাদি।

৫। সেই অগ্নি, এই দ্যুলোকের অপর পারে শুভ্রবর্ণ মূর্তিতে জন্ম গ্রহণ করিয়াছেন। তিনি আমাদিগকে, ইত্যাদি।