ঋগ্বেদ ১০।১৮৩

ঋগ্বেদ ১০।১৮৩
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৮৩
যজমান, প্রভৃতির আশীর্বাদ দেবতা। প্রজাবান ঋষি।

১। হে যজমান! আমি মনের চক্ষে তোমাকে দেখিলাম, তুমি জ্ঞানবান্ তপস্যা হইতে উৎপন্ন, তপস্যাদ্ধারা শ্রীবৃদ্ধি পাইয়াছ। এইস্থানে সন্তানসন্ততি ও ধন লাভপূর্বক প্রীতিযুক্ত হও। পুত্র তোমার কামনা, অতএব পুত্র উৎপাদন কর।

২। হে পত্নি! আমি মনের চক্ষে দেখিলাম, যে তোমার মূর্তি উজ্জ্বল, তুমি নিজ শরীরে যথাযোগ্য কালে গর্ভাধান কামনা করিতেছ। তুমি পুত্র কামনা করিয়াছ; আমার নিকটে তুমি উন্নত শরীরবতী যুবতী হও, তোমার সন্তান উৎপন্ন হউক।

৩। আমি হোতা, আমি বৃক্ষলতাদিতে গর্ভাধান কর, আমি সমস্ত ভুবনের মধ্যে গর্ভাধান করিতে পারি। আমি পৃথিবীর গর্ভে সন্তান উৎপাদন করিয়াছি; আমি নিজ স্ত্রী ব্যতীত অন্য স্ত্রীর গর্ভেও পুত্র উৎপাদন করিয়াছি(১)।

————

(১) এটি গর্ভসঞ্চারকরণ বিষয়ক মন্ত্র, এটি যে আধুনিক, তাহা বলা বাহুল্য।