ঋগ্বেদ ০৯।০০৮

ঋগ্বেদ ০৯।০০৮
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৮
পবমান সোম দেবতা। অসিত, অথবা দেবল ঋষি।

১। এই সোমসমূহ ইন্দ্রের বীৰ্য্য বর্ধিত করিয়া তাহার অভিলষণীয় ও প্রীতিকর রস বর্ষণ করেন।

২। সেই সোম অভিযুত হইতেছে, চমষ মধ্যে আহ্বান করিতেছে এবং বায়ুও অশ্বিদ্বয়ের নিকট গমন করিতেছেন। উহা আমাদিগকে সুবীর্য দান করুন।

৩। হে সোম! তুমি অভিযুত ও মনোজ্ঞ হইয়া ইন্দ্রের আরাধনার্থে যজ্ঞস্থানে উপবেশন কর এবং ইন্দ্রকে প্রেরণ কর।

৪। দশ অঙ্গুলি তোমার পরিচর্যা করে, সাত জন হোতা তোমাকে প্রীত করে, মেধাবিগণ তোমাকে প্রমত্ত করে।

৫। তুমি মেষলোম ও উদকে সৃষ্ট হইয়া থাক, আমরা দেবগণের মদার্থে তোমাকে গব্যদ্বারা মিশ্রিত করিব।

৬। অভিযুত ও কলস মধ্যে নিষিক্ত দীপ্তিমান্ হরিদ্বর্ণ সোম বস্ত্রের ন্যায় গব্যসমূহকে আচ্ছাদিত করিতেছে।

৭। হে সোম! আমরা ধনবান্, তুমি আমাদের অভিমুখে ক্ষরিত হও, সমস্ত শত্রুর বিনাশ কর, সখা ইন্দ্রকে লাভ কর। 

৮। হে সোম! তুমি দ্যুলোক হইতে পৃথিবীর উপরে বৃষ্টি বর্ষণ কর, ধন উৎপাদন কর, সংগ্রামে আমাদের বাস দান কর।

১। তুমি নেতাগণের দর্শক এবং সর্বজ্ঞ, ইন্দ্র পান করিলে আমরা তোমায় পান করি, আমরা যেন সন্তান ও অন্ন লাভ করি।