ঋগ্বেদ ০৯।০০৩

ঋগ্বেদ ০৯।০০৩
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৩
পবমান সোম দেবতা। শুনঃশেফ ঋষি।

১। মরণরহিত এই সোমদেব দ্রোণকলসাভিমুখে উপবিষ্ট হইবার জন্য পক্ষীর ন্যায় গমন করিতেছেন।

২। অঙ্গুলিদ্বারা অভিযুত এই সোমদেব ক্ষরিত ও অভিযুত হইয়া গমন করেন।

৩। যজ্ঞাভিলাষী স্তোতাগণ ক্ষরণশীল এই সোমদেবকে অশ্বের ন্যায় সংগ্রামার্থে অলঙ্কৃত করেন।

৪। ক্ষরণশীল এই বীর সোম স্ববলে গমনকারীর ন্যায় সমস্ত ধন বিভাগ করিতে ইচ্ছা করেন।

৫। এই ক্ষরণশীল সোমদেব রথ কামনা করেন, অভিলাষ প্রদান করেন এবং শব্দ করেন।

৬। মেধাবিগণ এই সোমের স্তব করিলে, ইনি হব্যদাতাকে রত্নদান করতঃ জল মধ্যে প্রবেশ করেন।

৭। ক্ষরণশীল এই সোম শব্দ করিয়া ও লোকসমূহকে পরাভূত করিয়া স্বর্গে গমন করেন।

৮। ক্ষরণশীল এই সোম সুন্দর যজ্ঞবিশিষ্ট ও অহিংসিত হইয়া লোক সমূহকে পরাভূত করতঃ স্বর্গে গমন করেন।

৯। হরিতবর্ণ এই সোমদেব পুরাতন জন্মদ্বারা দেবার্থে অভিযুত হইয়া দশাপবিত্রে গমন করেন।

১০। এই বহুকৰ্ম্মা সোমই জাতমাত্রে অন্ন উৎপাদন করিয়া ও অভিযুত হইয়া ধারারূপে ক্ষরিত হন।