ঋগ্বেদ ০৮।০৮৬

ঋগ্বেদ ০৮।০৮৬
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৮৬
অশ্বিদ্বয় দেবতা। কৃষ্ণের পুত্র বিশ্বক ঋষি(১)।

১। হে দস্র ভিষকদ্বয়! তোমরা উভয়ে সুখকর। তোমরা দক্ষের স্তুতি কালে উপস্থিত ছিলে। তোমাদিগকে বিশ্বক সন্তানের জন্য আহ্বান করিতেছেন। আমাদের সখ্য যেন বিযুক্ত না হয়। মুক্ত কর।

২। হে অশ্বিদ্বয়! বিমনা নামক ঋষি পূর্বকালে কি প্রকারে তোমাদের স্তুতি করিয়াছিলেন, যে তোমরা ধনলাভার্থ মন করিয়াছিলে। সেই তোমাদিগকে বিশ্বক সন্তানের জন্য আহ্বান করিতেছে। আমাদের সখ্য যেন বিযুক্ত না হয়। মুক্ত কর।

৩। হে অনেকের পালক অশ্বিদ্বয়! বিষ্ণ্বাপুর উৎকৃষ্ট ধন বাঞ্ছা পূরণার্থ তোমরা তাহাকে ধন বৃদ্ধি প্রদান কর। সেই তোমাদিগকে বিশ্বক সন্তানের জন্য আহ্বান করিতেছে। আমাদের সখ্য যেন বিযুক্ত না হয়। মুক্ত কর।

৪। হে অশ্বিদ্বয়! বীর, ধনভোগী, অভিযুতসোমযুক্ত, দূরে স্থিত বিষ্ণ্বাপূকে আহবান করিতেছি, পিতার ন্যায় উহারও সুস্তুতি অত্যন্ত স্বাদু। আমাদের সখ্য যেন বিযুক্ত না হয়। মুক্ত কর।

৫। হে অশ্বিদ্বয়! সবিতাদেব সত্যদ্বারা রশ্মি সংযত করেন। পরে সত্যের শৃঙ্গকে বিশেষরূপে প্রথিত করেন। সত্যই তিনি সেনাযুক্ত শত্রুর অভিভব করেন। সত্যদ্বারা আমাদের সখ্য যেন বিযুক্ত না হয়। মুক্ত কর।

————

(১) কৃষ্ণের পুত্র বিশ্বকায় নামক ঋষির পুত্র বিষ্ণ্বাপু বিনষ্ট হইলে, অশ্বিদ্বয় সেই নষ্ট পুত্র আনিয়া দিয়াছিলেন, তা আমরা পূর্বে দেখিয়াছি। ১।১১৬।২৩ ও ১।১১৭।৭ ঋক দেখ।