ঋগ্বেদ ০৮।০৮২

ঋগ্বেদ ০৮।০৮২
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৮২
ইন্দ্র দেবতা। কণ্বপুত্র কুসীদী ঋষি।

১। হে বৃত্রহন! যজ্ঞস্থ মধুর জন্য দূরদেশ হইতে ও সমীপদেশ হইতে আগমন কর।

২। তীব্র মদকর সোম অভিযুত হইয়াছে, আগমন কর, পান কর এবং মত্ত হইয়া উহার সেবা কর।

৩। সোমরূপ অন্নদ্বারা মত্ত হও। উহা তোমার শত্রুনিবারক ক্রোধের জন্য পর্যাপ্ত হউক। তোমার হৃদয়ে সোম সুখকর হউক।

৪। হে শত্রুরহিত! শীঘ্র আগমন কর, যেহেতু তুমি দ্যুলোক হইতে দীপ্যমান সমীপন্থ যজ্ঞ প্রদেশে উকথমন্ত্রদ্বারা আহুত হইতেছ।

৫। হে ইন্দ্র! এই সোম প্রস্তরদ্বারা অভিযুত এবং গব্যদ্বারা মিশ্রিত হইয়া তোমার আনন্দার্থ আহুত হইতেছে।

৬। হে ইন্দ্র! আমার আহ্বান শ্রবণ কর, আমাদের অভিযুত ও গব্যযুক্ত সোম পান কর এবং বিবিধ তৃপ্তিলাভ কর।

৭। হে ইন্দ্র! যে অভিযুত সোম চমস ও চমূ নামক পাত্রে রহিয়াছে, তাহা পান কর। তুমি ঈশ্বর, অতএব পান কর।

৮। জলের মধ্যে চন্দ্রমার ন্যায় চমূর মধ্যে যে সোম দৃষ্ট হয়, তুমি ঈশ্বর তুমি তাহা পান কর।

৯। শ্যেনপক্ষী অন্তরিক্ষ তিরস্কৃত করিয়া পদদ্বারা যে সোম আহরণ করিয়াছিল, হে ইন্দ্র! তুমি ঈশ্বর, তুমি তাহা পান কর (১)।

————

(১) যজুর্বেদের ব্রাহ্মণে উক্ত আছে যে, গায়ত্রী শ্যেনরূপ ধারণ করিয়া পদদ্বয়ে সোম আনিয়াছিলেন। উহা প্রাত সবন, মাধ্যন্দিন সবনের জন্য প্রয়োজন হইয়াছিল। আমরা পূর্বেই বলিয়াছি যে, শ্যেনপক্ষী যে গায়ত্রীরূপ ধরিয়াছিল, সে উপাখ্যান ঋগ্বেদে নাই, পরে কল্পিত হইয়াছে।