ঋগ্বেদ ০৮।০৮০

ঋগ্বেদ ০৮।০৮০
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৮০
ইন্দ্র দেবতা। নোধার পুত্র একদ্যূ ঋষি।

১। হে ইন্দ্র! তোমা ভিন্ন সুখদাতাকে বহুমান প্রদান করি না। হে শতক্রতু! তুমি আমাদিগকে সুখী কর।

২। যে অহিংসক ইন্দ্ৰ পূৰ্ব্বে আমাদিগকে অন্ন লাভার্থ রক্ষা করিয়াছেন, তিনি আমাদিগকে সর্বদা সুখী করুন।

৩। হে ইন্দ্র! তুমি আরাধীকে প্রবর্তিত কর; তুমি অভিষবনকারীর রক্ষক; অতএব তুমি আমাদিগকে বহুধন প্রদান কর।

৪। হে ইন্দ্র! তুমি আমাদের পশ্চাৎ অবস্থিত রথকে রক্ষা কর, হে বজ্রবান! উহাকে সম্মুখভাগে আনয়ন কর।

৫। হে হন্তা ইন্দ্র! তুমি এক্ষণে কেন শব্দ শূন্য হইয়া আছ, আমাদের রথকে প্রধান কর, অন্নাভিলাষী হইয়া অন্ন সমীপবর্তী করিয়া দাও।

৬। হে ইন্দ্র! আমাদের অন্নাভিলাষী রথকে রক্ষা কর। তোমার কি কৰ্ত্তব্য আছে? আমাদিগকে সংগ্রামে সৰ্ব্বতোভাবে জয়শীল কর।

৭ হে ইন্দ্র! দৃঢ় হও, তুমি নগরের ন্যায় মঙ্গলময়ী, স্তুতি ক্রিয়া যথাকালে তোমার নিকট গমন করে, তুমি যজ্ঞনিষ্পাদক।

৮। নিন্দাভাক ব্যক্তি যেন আমাদের নিকট উপস্থিত না হয়, বিস্তীর্ণ দিকসমূহে নিহিত ধন আমাদের হউক, শত্রুসমূহ বিনাশ প্রাপ্ত হউক।

৯। হে ইন্দ্র! তুমি যখন যজ্ঞসম্বন্ধীয় চতুর্থ নাম ধারণ করিয়াছ, তখনই আমরা উহা কামনা করিয়াছি, তুমিই আমাদের পালক, তুমিই আমাদের প্রতিপালন করিতেছ।

১০। হে মরণরহিত দেবগণ! একদ্যূ ঋষি তোমাদিগকে ও দেবপত্নীগণকে বর্ধিত করিতেছেন, তৃপ্ত করিতেছেন, তাহার উদ্দেশে প্রচুর ধন দান কর, কর্মধন ইন্দ্র প্রাতঃকালেই দ্রুত আগমন করুন।