ঋগ্বেদ ০৮।০৭৯

ঋগ্বেদ ০৮।০৭৯
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৭৯
সোম দেবতা। কৃস্ন ঋষি।

১। এই সোম কৰ্ত্তা, কেহ ইহাকে গ্রহণ করিতে পারে না, ইনি বিশ্বজেতা এবং উদ্ভিদ। ইনি ঋষি, মেধাবী এবং স্তুতিযোগ্য।

২। যাহা নগ্ন, ইনি তাহা আচ্ছাদিত করেন, যাহা রুগ্ন ইনি তাহা আরোগ্য করেন, সনদ্ধ হইয়াও দর্শন করেন, পঙ্গু হইয়াও গমন করেন।

৩। হে সোম! তুমি শরীরকৃশকারী অন্যকৃত অপ্রিয় কাৰ্য্য হইতে রক্ষা কর।

৪। হে ঋজীষ সোমবান! তুমি প্রজ্ঞা ও বলের দ্বারা দ্যুলোক ও পৃথিবীর সকাশ হইতে আমাদিগের শত্রুর কাৰ্য পৃথক্ কর।

৫। ধনাভিলাষিগণ যদি ধনীর নিকট গমন করে, দাতার দান প্রাপ্ত হয়, ভিক্ষুকের অভিলাষ সম্পূর্ণরূপে পূর্ণ হয়।

৬। যখন পুরাণ নষ্ট ধন লাভ করে, তখনই যজ্ঞাভিলাষীকে প্রেরণ করে এবং দীর্ঘ আয়ুঃ লাভ করে।

৭। হে সোম! তুমি আমাদের হৃদয়ে সুন্দর, সুখকর, যজ্ঞসম্পাদক, নিশ্চল এবং মঙ্গলকর।

৮। হে সোম! তুমি আমাদিগকে চঞ্চলাঙ্গ করিও না, হে রাজন! তুমি আমাদিগকে ভীত করিও না, আমাদের হৃদয় দীপ্তিদ্বারা বধ করিও না।

৯। তোমার গৃহে দেবগণের দুর্মতি যেন না প্রবেশ করে, হে রাজা! শত্রুদিগকে দূর কর, হে সোমসেকী! হিংসকদিগকে বিনাশ কর।