ঋগ্বেদ ০৮।০৫৪

ঋগ্বেদ ০৮।০৫৪
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৫৪
ইন্দ্র দেবতা। ৩ ও ৪ ঋকে অন্যান্য দেবেরও স্তুতি আছে।

১। হে ইন্দ্র! স্তুতিকারীগণ স্তোত্রদ্বারা তোমার এই বীৰ্য্যের প্রশংসা করিতেছেন। তাহারা স্তুতি করিয়া বলা লাভ করিয়াছিল। পৌরগণ কৰ্ম্মদ্বারা ঘূত ক্ষরণশীল ইন্দ্রকে ব্যাপ্ত করিয়াছিল।

২। হে ইন্দ্র! যাহাদের সোমাভিষবে তুমি প্রমত্ত হও, তাহারা উৎকৃষ্ট কৰ্ম্মম্বারা তোমায় ব্যাপ্ত করিতেছে। যেরূপ সম্বৰ্ত্ত ও কৃশের প্রতি প্রসন্ন হইয়াছিলে সেইরূপ আমাদের প্রতি প্রসন্ন হও।

৩। সমস্ত দেবগণ সমান প্ৰীতিযুক্ত হইয়া আমাদের অভিমুখে এবং আমাদের সমীপে আগমন করুন। বসু ও রুদ্রগণ রক্ষার্থ আগমন করুন, মরুৎগন আহ্বান শ্রবণ করুন।

৪। পুষা, বিষ্ণু, সরস্বতী, সপ্তসিন্ধু, জল, বায়ু, পৰ্ব্বত, বনস্পতি আমার যজ্ঞ রক্ষা করুন, পৃথিবী আহ্বান শ্রবণ করুন।

৫। হে ইন্দ্র! তোমার যে ধন আছে, হে শ্রেষ্ঠ মঘবা! হে বৃত্রহা! একত্ৰে প্রমত্ত হইয়া সমৃদ্ধি ও দানার্থ সেই ধনের সহিত প্রবৃদ্ধ হও, তুমি ভজনীয়।

৬। হে যুদ্ধপতি, সুকর্মা ও নৃপতি! তুমিই আমাদের যুদ্ধে লইয়া যাও, শুনা যায় দেবগণ স্তোত্র এবং যজ্ঞকালে ভক্ষণার্থ মিলিত হন।

৭। আৰ্য্য ইন্দ্রে অনেক আশীৰ্বাদ আছে, মনুষ্যগণের আয়ু আছে, হে মঘবা! আমাদিগকে ব্যাপ্ত কর, বৃদ্ধিকর অন্ন দান কর।

৮। হে ইন্দ্র! আমরা স্তুতিদ্বারা তোমার পরিচর্য্যা করিব, হে শতক্রতু! তুমি আমাদিগের। হে ইন্দ্র! তুমি প্রাকণের উদ্দেশে প্রচুর স্থূল এবং অক্ষীণ ধন প্রেরণ কর।