ঋগ্বেদ ০৮।০৪৪

ঋগ্বেদ ০৮।০৪৪
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৪৪
অগ্নি দেবতা। অঙ্গিরার পুত্র বিরূপ ঋষি।

১। হে ঋত্বিকগণ! অতিথি অগ্নিকে হব্যদ্বারা পরিচর্য্যা কর, হব্যদ্বারা জাগরিত কর এবং উহাতে আহুতি প্রক্ষেপ কর।

২। হে অগ্নি! আমার স্তোত্র সেবা কর, এই মনোহর স্তোত্রদ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হও, আমাদের সূক্ত কামনা কর।

৩। দেবগণের দূত, হব্যবাহক অগ্নিকে সম্মুখে স্থাপন করি ও তাঁহার স্তব করি। তিনি যজ্ঞে দেবগণকে আনয়ন করুন।

৪। হে দীপ্ত অগ্নি! তুমি প্রজ্বলিত হইলে তোমার মহৎ উজ্জল শিখা সকল প্রকাশ পায়।

৫। হে কামনাবিশিষ্ট অগ্নি! আমার ঘৃতদায়িনী শ্রুক সকল তোমার নিকট গমন করুক, তুমি আমাদের হব্য সেবা কর।

৬। অগ্নি হর্ষযুক্ত, হোতা, ঋত্বিক, বিচিত্র দীপ্তিযুক্ত ও বিভাবসু, তাঁহাকে স্তব করিতেছি, তিনি শ্রবণ করুন।

৭। অগ্নি প্ৰাচীন, হোতা, স্তুতিযোগ্য, প্ৰীত, কবি, কাৰ্য্যকারী এবং যজ্ঞে আশ্রিত। তাহাকে স্তব করি।

৮। হে অঙ্গিরাগণের মধ্যে শ্ৰেষ্ঠ অগ্নি! ক্রমান্বয়ে এই সকল হব্য সেবা কর এবং কালে কালে যজ্ঞ সম্পন্ন কর।

৯। হে ভজনশীল, উজ্জল দীপ্তিবিশিষ্ট অগ্নি! তুমি প্রজ্বলিত হইয়াই দেবগণকে জানিতে পারিয়া তাঁহাকে এই যজ্ঞে আনয়ন কর।

১০। অগ্নি মেধাবী, হোত’, দ্রোহ রহিত, ধূমচিহ্নিত, বিভাবসু এবং যজ্ঞের পতাকাস্বরূপ। তাঁহার নিকট যাচ্ঞা করি।

১১। হে বলের দ্বারা উৎপাদিত অগ্নিদেব, বা হিংসাকারী! আমাদিগকে রক্ষা কর, শক্রিগণকে বিদীর্ণ কর।

১২। কবি অগ্নি পুরাতন, মনোহর স্তোত্রদ্বারা আপনার শরীর শোভিত করিয়া বিপ্রের সহিত বৰ্দ্ধিত হইতেছেন।

১৩। বলের পুত্র ও পবিত্র দীপ্তিযুক্ত অগ্নিকে এই হিংসাশূন্য যজ্ঞে আহ্বান করিতেছি।

১৪। হে মিত্রগণের পূজনীয় অগ্নি! তুমি দেবগণের সমভিব্যাহারে উজ্জল তেজের সহিত যজ্ঞে আসীন হও।

১৫। যে মনুষ্য গৃহে অগ্নিকে ধন লাভাৰ্য পরিচর্য্যা করেন, অগ্নি তাহাকেই ধন প্রদান করেন।

১৬। দেবগণের মস্তকস্বরূপ, স্বর্গের ককুদস্বরূপ, পৃথিবীর পতি এই অগ্নি, জলের বীর্য্যস্বরূপ (ভূতসমূহকে) প্রীত করিতেছেন।

১৭। হে অগ্নি! তোমার নিৰ্ম্মল, শুভ্রবর্ণ উজ্জল দীপ্তিসকল জ্যোতিঃ প্রকাশ করিতেছে।

১৮। হে অগ্নি! তুমি স্বর্গের স্বামী এবং বরণীয় দানযোগ্য ধনের ঈশ্বর, আমি তোমার স্তোতা, আমি যেন সুখী হই।

১৯। হে অগ্নি! মনীষিগণ তোমার স্তুতি করেন, কৰ্ম্মদ্বারা তোমায় প্রীত করেন, আমাদের স্তুতি তোমায় বৰ্দ্ধিত করুক।

২০। হে অগ্নি! তুমি হিংসাশূন্য, বলবান, দেবগণের দূত ও স্তবকারী। আমরা সর্বদা তোমার সখ্য প্রার্থণা করি।

২১। অগ্নি অতিশয় শুদ্ধকর্মা, তিনি শুচি, মেধাবী ও কবি। তিনি শুচি ও আহূত হইয়া শোভা পাইতেছেন।

২২। হে অগ্নি! আমার কৰ্ম্ম ও স্তুতি সৰ্ব্বদা তোমায় বৰ্দ্ধিত করুক, আমরা যে বন্ধুর কার্য করিতেছি, তাহা অবগত হও।

২৩। হে অগ্নি! আমি যাহাই হই, তুমিই তুমি, আমিই আমি, তোমার আশীর্বাদ সত্য হউক।

২৪। হে অগ্নি! তুমি বাসপ্রদ, বসুপতি এবং বিভাবসু, আমরা যেন তোমার অনুগ্রহ লাভ করিতে পারি।

২৫। হে অগ্নি! তুমি ধৃতব্রত, আমার শব্দকারী স্ততিসকল, নদীগণ যেরূপ সমুদ্রের উদ্দেশে গমন করে, সেইরূপ তোমার উদ্দেশে গমন করিতেছে।

২৬। অগ্নি যুবা, লোকপতি, কবি, সর্বভক্ষক ও বহুকর্মা, তাঁহাকে স্তোত্রদ্বারা শোভিত করিতেছি।

২৭। যজ্ঞের নেতা, তীক্ষ্ণবিশিষ্ট বলবান অগ্নির উদ্দেশে আমরা স্তোমদ্বারা স্তুতি করিতে ইচ্ছা করি।

২৮। হে পাবক, ভজনীয় অগ্নি! আমাদের স্তোতা তোমাতে আসক্ত হউক, হে অগ্নি! তাহাকে সুখী কর।

২৯। হে অগ্নি! তুমি ধীর হব্যদানার্থ উপবিষ্ট মেধাবীর ন্যায়, তুমি সৰ্ব্বদা জাগরুক হইয়া অন্তরীক্ষে ক্রীড়া করিতেছ।

৩০। হে বাসপ্রদ, কবি অগ্নি! পাপ ও হিংসকগণের হস্ত হইতে আমাদিগের কৰ্ম্ম উদ্ধার করিয়া দাও।