ঋগ্বেদ ০৭।১০১

ঋগ্বেদ ০৭।১০১
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল  সূক্ত ১০১
পর্জ্জন্য দেবতা। অগ্নিপুত্র কুমার অথবা বসিষ্ঠ ঋষি।

(শোনক বলেন যে উপবাস করিয়া জল মধ্যে অবগাহন করতঃ এই সূক্ত ও ইহার পরবর্তী সূক্ত জপ করিলে পঞ্চ রাত্রের পর নিশ্চয়ই বৃষ্টি লাভ করা যায়)।

১। অগ্রভাগে জ্যোতিবিশিষ্ট যে তিন প্রকার বাক্য উদক উৎপাদক মেঘকে দোহন করে, সেই বাক্য উচ্চারণ কর। তিনিও সহবাসী বৈদ্যুতাগ্নি প্ৰাদুর্ভূত করতঃ এবং ওষধিসমূহের গর্ভ উৎপাদন করতঃ সদ্য উৎপন্ন হইয়া বৃষভের ন্যায় শব্দ করিতেছেন।

২। যিনি ওষধিসমূহের ও জলের বৃদ্ধিকর, যে দেবতা সমস্ত জগতের ঈশ্বর, তিনি তিন প্রকার ভূমিবিশিষ্ট গৃহ ও সুখ প্রদান করুন এবং আমাদিগকে তিন প্রকারে বর্তমান সুগতিবিশিষ্ট জ্যোতিঃ প্রদান করুন।

৩। ইহার একরূপ নিবৃত্তপ্রসবা গাভী অপর রূপ অৰ্থাৎ জল প্রসব করে। ইনি ইচ্ছানুসারে আপন শরীর নিৰ্ম্মাণ করেন। মাতা পৃথিবী পিতা দ্যুলোকের নিকট জলে গ্রহণ করেন, তাহাতে পিতা ও পুত্র স্থানীয় জীবগণ উভয়েই বর্ধিত হয়।

৪। সমস্ত ভূবন যাঁহাতে অবস্থিত, যাঁহাতে দ্যুলোক ত্রয় অবস্থিত, যাঁহা হইতে আপ সকল তিন প্রকারে বিনিৰ্গত হয়, উপসেচন কর তিন প্রকার মেঘ,যে মহান পর্জ্জন্যের চারিদিকে মিষ্টজল বর্ষণ করেন।

৫। স্বায়ত্তদীপ্তিবিশিষ্ট সেই পর্জ্জন্যের উদ্দেশে এই স্তোত্র করিতেছি। তিনি উহা গ্রহণ করুন। উহা তাঁহার হৃদয়গ্ৰাহী হউক। আমাদিগের জন্য সুখকর বৃষ্টি পতিত হউক। পর্জন্য যাহাদিগের রক্ষক, সেই ওষধিসমূহ সুফলযুক্ত হউক।

৬। সেই পর্জ্জন্য বৃষভের ন্যায় বহুতর ওষধিসমূহের প্রতি তেজ আধান করেন। স্থাবর ও জঙ্গমের আত্মা তাঁহাতেই বাস করে। তৎপ্রদত্ত জল শতবৎসর ব্যাপী জীবনের জন্য(১) আমাকে রক্ষা করুন। তোমরা সৰ্ব্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।

————
(১) মনুষ্য পরমায়ুর সীমা শতবৎসর।