ঋগ্বেদ ০৭।০৯৯

ঋগ্বেদ ০৭।০৯৯
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল  সূক্ত ০৯৯
উরু, যজ্ঞের প্রভৃতি তিনটির ইন্দ্র ও বিষ্ণু দেবতা। অবশিষ্টের কেবল বিষ্ণু দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। হে বিষ্ণু! তুমি মাত্রার অতীত শরীরে বর্ধমান হইলে তোমার মহিমা কেহ অনুব্যাপ্ত করিতে পারে না, পৃথিবী হইতে আরম্ভ করিয়া উভয় লোক আমরা জানি, কিন্তু তুমিই কেবল, হে দেব! পরমলোক অবগত আছ।

২। হে দেব বিষ্ণু! যাহারা জন্মিয়াছে ও যাহারা জন্মিবে, কেহই তোমার মহিমার অপর পার দেখিতে পায় না। দর্শনীয় বৃহৎ স্বৰ্গকে তুমি উর্ধে ধারণ করিয়াছ। তুমি পৃথিবীর পূর্বদিক ধারণ করিয়াছ (১)।

৩। হে দ্যাবাপৃথিবী! তোমরা স্তুতিকারী মনুষ্যকে দান করিবার ইচ্ছাযুক্ত হইয়া অন্নবতী, ধেনুবতী ও সুন্দর যববিশিষ্টা হইয়াছ। হে বিষ্ণু! এই দ্যাবাপৃথিবীকে তুমি বিবিধ প্রকারে ধারণ করিয়াছ। সৰ্ব্বত্র স্থিত ময়ুখদ্বারা (২) এই পৃথিবীকে ধারণ করিয়াছ।

৪। হে ইন্দ্র ও বিষ্ণু! সূৰ্য্য, অগ্নি ও ঊষাকে উৎপাদন করিয়া তোমরা যজমানের জন্য বিস্তীর্ণ লোক নিৰ্ম্মাণ করিয়াছ। হে নেতাদ্বয়! সংগ্ৰামে বৃষশিপ্র নামক দাসের মায়াকে বিনষ্ট করিয়াছ।

৫। হে ইন্দ্র ও বিষ্ণু! তোমরা শম্বরের নবনবতী দৃঢ় পুরী বিনাশ করিয়াছ। তোমরা বৰ্চিনামক অসুরের শত ও সহস্র বীরকে যাহাতে তাহারা আর প্রতিদ্বন্দী হইতে না পারে,এরূপ করিয়া নাশ করিয়াছ।

৬। এই মহতী স্তুতি বৃহৎ, বিস্তীর্ণ, বিক্রমযুক্ত ও বলবান ইন্দ্র ও বিষ্ণুকে বর্দ্ধিত করিবে। হে বিষ্ণু! হে ইন্দ্র! তোমাদিগকে যজ্ঞস্থলে স্তোম প্রদান করিয়াছি, তোমরা যুদ্ধে আমাদিগের অন্ন বৰ্দ্ধিত কর।

৭। হে বিষ্ণু! তোমার উদ্দেশে মুখ হইতে বষটকার করিয়াছি, অতএব হে শিপিবিষ্ট! আমার সেই হব্য সেবা কর, আমাদের সুস্তুতি ও বাক্য তোমায় বৰ্দ্ধিত করুক, তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।

————
(১) ঋগ্বেদে বিষ্ণু অর্থে সূর্য্য পূর্বদিকে উদয় হবেন। ১।২২।১৬ ঋকের টীকা দেখ।

(২) সূর্য্যরূপ বিষ্ণুর “ময়ূখ” অর্থ কিরণ। কিন্তু সায়ণ বিষ্ণু পৌরাণিক অর্থ করিতে ইচ্ছুক হইয়া বলেন ময়ূখ শব্দের অর্থ পর্বত।