ঋগ্বেদ ০৭।০৯৬

ঋগ্বেদ ০৭।০৯৬
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল  সূক্ত ০৯৬
প্রথম তিনটি ঋকের সরস্বতী দেবতা; অবশিষ্টের সরস্বান দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। হে বসিষ্ঠ! তুমি নদীগণের মধ্যে বলবতী সরস্বতীর উদ্দেশে বৃহৎ স্তোত্র গান কর, দ্যাবাপৃথিবীতে বর্তমান সরস্বতীকেই দোষ বৰ্জিত স্তোত্রদ্বারা পূজা কর।

২। হে শুভ্রবর্ণা সরস্বতী! তোমার মহিমা দ্বারা মনুষ্যগণ উভয়বিধ অন্ন প্ৰাপ্ত হয়। তুমি রক্ষাকারিণী হইয়া আমাদিগকে অবগত হও, মরুদগণের সখী হইয়া তুমি হবিষ্মানদিগের নিকট ধন প্রেরণ কর।

৩। কল্যাণী সরস্বতী কেবল কল্যাণই করুণ, সুন্দরগমনা ও অন্নবতী আমাদের প্রজ্ঞা উৎপাদন করুন। আমি যমদগ্নির ন্যায় স্তব করিলে, তুমি বসিষ্ঠের উপযুক্ত স্তব লাভ কর।

৪। আমরা জায়াভিলাষী, পুত্রাভিলাষী, সুদানযুক্ত স্তোতা; আমরা সরস্বান দেবকে স্তব করি।

৫। হে সরস্বান! তোমার যে জলসমূহ রসবান এবং ঘৃতক্ষারী সেই জল সংঙ্খদ্বারা আমাদের রক্ষক হও।

৬। প্রবৃদ্ধ সরস্বান দেবের স্তব যেন আমরা প্ৰাপ্ত হই, তিনি মেঘ সকলের দর্শনীয়। আমরা যেন প্রজা ও অন্ন লাভ করি।