ঋগ্বেদ ০৭।০৯৫

ঋগ্বেদ ০৭।০৯৫
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল  সূক্ত ০৯৫
সরস্বতী দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। এই সরস্বতী আয়োনিৰ্ম্মিত পুরীর ন্যায়(১) ধারয়িত্রী হইয়া ধারক উদকের সহিত প্রধাবিতা হইতেছেন। তিনি অন্য সমস্ত স্যন্দনশীল জলকে মহিমাদ্বারা বাধা প্রদান করতঃ পথের ন্যায় গমন করিতেছেন।

২। নদীগণের মধ্যে শুল্কা গিরি অবধি সমুদ্র পৰ্যন্ত গমনশীলা একা সরস্বতী নদী অবগত হইয়াছিলেন, ভুবনস্থ বহুল ধন প্রদান করতঃ তিনি নহুষের জন্য (২) ঘৃত ও দুগ্ধ দোহন করিয়াছিলেন।

৩। মনুষ্যগণের হিতকর সেচনসমর্থ শিশু ও অভীষ্টবৰ্ষী সরস্বান(৩) যজ্ঞার্হ যোষিৎগণের মধ্যে বৃদ্ধি প্ৰাপ্ত হইলেন। তিনি হবিষ্মান যজমানদিগকে বলবান পুত্র দান করেন এবং লাভার্থে তাঁহাদের শরীর সংস্কার করেন।

৪। সুভগা সরস্বতী প্রীতা হইয়া আমাদের এই যজ্ঞে স্তুতি শ্রবণ করুণ। অৰ্চনীয় দেবগণ নতজানু হইয়া তাঁহার নিকটে গমন করেন, তিনি নিত্য ধনবিশিষ্টা এবং সখাগণের প্রতি অত্যন্ত দয়াবতী।

৫। হে সরস্বতী! আমরা এই হব্য হোম করতঃ নমস্কারদ্বারা তোমার নিকট হইতে ধন প্ৰাপ্ত হইব, আমাদিগের স্তোম সেবা কর, আমরা তোমার অতি প্রিয় গৃহে অবস্থিতি করতঃ আশ্রয়ভূত বৃক্ষের ন্যায় তোমার সহিত মিলিত হইব।

৬। যে সুভগে সরস্বতি! এই বসিষ্ঠ তোমার জন্য যজ্ঞের দ্বার উন্মুক্ত করিতেছেন। হে শুভ্রবর্ণা দেবি! বর্দ্ধিত হও, স্তুতিকারীকে অন্নদান কর। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।

————
(১) মূলে “আয়সী পুঃ” আছে।

(২) নহুষ রাজা সহস্রবর্ষব্যাপী যজ্ঞ করিবার অভিপ্রায়ে সরস্বতীকে স্তব করিয়াছিলেন, সরস্বতী সেই স্তব অবগত হইয়া তাঁহাকে সহস্র বৎসরের উপযুক্ত দুগ্ধ ও ঘৃত প্রদান করিয়াছিলেন। সায়ণ।

(৩) কোন ২ স্থানে সরস্বতী শব্দকে পুংলিঙ্গ করিয়া একটি দেবস্বরূপ অর্চনা করা হইয়াছে।