ঋগ্বেদ ০৭।০৭৯

ঋগ্বেদ ০৭।০৭৯
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৭৯

ঊষা দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। মনুষ্যগণের হিতকারিণী ঊষা তমো নাশ করিতেছেন, পঞ্চশ্রেণী মনুষ্যকে প্রবোধিত করিতেছেন, উত্তম তেজোবিশিষ্ট কিরণসমূহ দ্বারা সূৰ্য্যকে আশ্রয় করিতেছেন, সূর্যও তেজোদ্বারা দ্যাবাপৃথিবীকে আবৃত করিতেছেন।

২। ঊষাগণ অন্তরিক্ষের প্রান্তে তেজঃ সকলকে ব্যক্ত করিতেছেন, পরস্পর মিলিত প্রজাগণের ন্যায় চেষ্টা করিতেছেন। তোমার রশ্মি সকল অন্ধকার নাশ করিতেছে, সূর্য্য বাহুদ্বয়ের ন্যায় জ্যোতি প্রদান করিতেছেন।

৩। সর্বাপেক্ষা ঈশ্বরী, ধনবতী ঊষা প্রাদুর্ভূত হইলেন; কল্যাণার্থ অন্ন উৎপাদন করিয়াছেন। স্বর্গের দুহিতা, সর্বাপেক্ষা উৎকৃষ্ট অঙ্গিরা(১), ঊষাদেবী সুকৰ্ম্মকারীর জন্য ধন ধারণ করেন।

৪। হে ঊষা! পুর্বের স্তোতাগণকে যত ধন দিয়াছ, আমাদিগকে তত ধন দাও। বৃষভের ন্যায় রবদ্বারা তোমাকে প্রাণিগণ জানিতে পারে। দৃঢ় অদ্রির দ্বার তুমি বিবৃত করিয়াছিলে।

৫। তুমি সকল স্তোতাকে ধনার্থ প্রেরণ করতঃ এবং আমাদের অভিমুখে সুনৃত বাক্য প্ৰেরণ করতঃ তমোবিনাশিনী হইয়া আমাদের দানের জন্য বুদ্ধি স্থির কর। তোমরা সৰ্ব্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।

———

(১) মূলে “অঙ্গিরস্তমাঃ” শব্দ আছে। সায়ণাচার্য্য গমনশীল অর্থ করিয়াছেন। এবং পক্ষান্তরে ইহার অর্থ করিয়াছেন, যে অঙ্গিরাগোত্রোৎপন্ন ভরদ্বাজগণের সহিত ঊষার উৎপত্তি হওয়ায় ঊষার নাম অঙ্গিরস্তমা হইয়াছে।