ঋগ্বেদ ০৭।০৭২

ঋগ্বেদ ০৭।০৭২
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৭২

অশ্বিদ্বয় দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। হে নাসত্যদ্বয়! তোমরা গোযুক্ত, অশ্বযুক্ত ও ধনপ্রদ রথে আগমন কর, বহু নিযুৎ তোমাদের সেবা করে, তোমরা স্পৃহণীয় শোভা শরীর দ্বারা দীপ্যমান হও।

২। হে নাসত্যদ্বয়! তোমরা দেবগণের সহিত সমান প্ৰীতিযুক্ত হইয়া রথারোহণে আমাদের নিকট উপস্থিত হও। তোমাদের সহিত আমাদের বন্ধুত্ব পিতৃক্রমাগত, আমাদের বন্ধু এক বলিয়া জানিও, তাঁহার ধনও এক।

৩। স্তুতিসমূহ অশ্বিদ্বয়কে সুন্দররূপে জাগরিত করিতেছে, বন্ধু স্থানীয় কৰ্ম্ম সকল দ্যোতমান ঊষাকে জাগরিত করিতেছে। মেধাবী বসিষ্ঠ এই স্তোত্ৰার্হ দ্যাবাপৃথিবীর পরিচর্য্যাকরতঃ নাসত্যদ্বয়ের অভিমুখে স্তব করিতেছেন।

৪। হে অশ্বিদ্বয়! যদি ঊষা সকল তমো নিবারণ করে, তাহা হইলে ন্তোতারা বিশেষরূপে তোমাদের স্তোত্র সম্পাদন করিবে। সবিতাদেব উৰ্দ্ধ তেজ আশ্রয় করেন, অগ্নিদেব সমিধদ্বারা বিশেষরূপে স্তব করেন।

৫। হে নাসত্যদ্বয়! পশ্চাৎদেশ হইতে ও সম্মুখদেশ হইতে আগমন কর, দক্ষিণদিক ও উত্তরদিক হইতে আগমন কর, পঞ্চশ্রেণী লোকের হিতকর সকল দিক হইতেই আগমন কর। তোমরা সৰ্ব্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।